করোনা রোগীদের ৮২ শতাংশ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। বাকি ১৮ শতাংশ আক্রান্ত ডেলটায়। প্রায় তিন সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জিনোম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্টের প্রধান পৃষ্ঠপোষক (সুপারভাইজার) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ জানান, চলতি বছরের ১৯ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ভর্তি রোগী এবং বর্হিবিভাগের রোগীর মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৮২ শতাংশ রোগী।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ১৮ শতাংশের মধ্যে ডেলটা ভ্যারিয়েন্ট ছিল। এ সময় ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএ.১, বিএ.১.১, বিএ.২ পরিলক্ষিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিএ.২ বেশি সংক্রামক।