সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি। এসময় জব্দ করা হয়েছে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ ও রাইজার। জরিমানাও করা হয় এক বাড়ির মালিককে।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল থেকে সাভারের ইমান্দিপুর ও হেমায়েতপুর এলাকায় এ উচ্ছেদ অভিযান চলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় একাধিক চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসা বাড়িতে নিম্নমানের পাইপ ব্যবহার করে গ্যাসের সংযোগ দিয়ে আসছিল। যা খুব ঝুঁকিপূর্ণ। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান চালায় তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি। এসময় অবৈধ পাঁচ শতাধিক সংযোগ বিচ্ছিন্ন করেন তারা। জব্দ করেন অবৈধ সংযোগ নিতে ব্যবহৃত পাইপ ও রাইজার।
এসময় অবৈধ সংযোগ স্থাপন করায় এক বাড়ির মালিককে নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাহিদুর রহমান বলেন, তিতাস কর্তৃপক্ষের লোকজন সঙ্গে নিয়ে অভিযানটি পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।