Top
সর্বশেষ

এশিয়ান মুভি পালসে সেরার তালিকায় বাংলাদেশের ‘নিগ্রহকাল’

৩০ ডিসেম্বর, ২০২০ ১০:০০ অপরাহ্ণ
এশিয়ান মুভি পালসে সেরার তালিকায় বাংলাদেশের ‘নিগ্রহকাল’

২০২০ সালের সেরা ১৫টি এশীয় প্রামাণ্য চলচ্চিত্রের ‍তালিকা প্রকাশ করেছে এশিয়ান মুভি পালস। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) তালিকাটি প্রকাশ করা হয়।

সিনেমা বিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যমটির এ তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশি নির্মাতা প্রসূন রহমানের ‘নিগ্রহকাল’।

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নিগৃহীত ও বিতাড়িত ১১ লাখের বেশি রোহিঙ্গা ও তাদের সংকট নিয়ে তৈরি প্রামাণ্যচিত্রটির আছে তালিকার ১৫ নম্বরে।

৮৪ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘নিগ্রহকাল’-এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রসূন নিজে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘নিগ্রহকাল’-এ আমরা চেষ্টা করেছি রোহিঙ্গা সংকটের সবদিকে আলো ফেলে দেখার। সংকটের ইতিহাস, কার্যকারণ ও সমাধানের সূত্রগুলো দেশের ও আন্তর্জাতিক ব্যক্তিত্বদের বক্তব্যসহ বিশ্লেষণ করে দেখার।

এ বছরের সেরা ১৫ এশিয়ান প্রামাণ্য চলচ্চিত্রের মাঝে জায়গা করে নেয়ায় চলচ্চিত্রর সাথে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান প্রসূন।

তালিকায় প্রথম স্থানে রয়েছে ইরানের ‘খাতেমেহ’।

শেয়ার