Top
সর্বশেষ
আজ থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু দিল্লিতে বিজেপি প্রার্থীর কাছে কেজরিওয়ালের হার ভারতের মিডিয়ায় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব ছাত্রদের ওপর মোজাম্মেল বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফের মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ১০ ইসরায়েলকে ৭.৪ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র তিন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি আজ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ এবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহত ১৫

‘শিগগির খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান’

১১ ফেব্রুয়ারি, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ
‘শিগগির খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান’

শিগগির বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিলেট সার্কিট হাউস মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা দিন দিন কমছে। আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।’

তিনি বলেন, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমস্যা সমাধানে সরকার সবধরনের চেষ্টা করছে। শিক্ষার্থীদেরও অধিকারের পাশাপাশি দায়িত্বও রয়েছে। শাবিপ্রবির সৃষ্ট সমস্যা খুব বড় নয়। সবার সহযোগিতায় আমাদের সন্তানতুল্য শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্টদের নিয়ে সমাধান করা হবে। সব সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।’

দীপু মনি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাবান্ধব। দেশে শিক্ষার প্রচার-প্রসারে বর্তমান সরকার খুবই আন্তরিক। সরকার চায়, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা যাতে ভালো থাকে। উপযোগী পরিবেশে থাকে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘সিলেটে এসেছি কয়েকটি বিষয়ের জন্য। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ হচ্ছে সেগুলো দেখা। আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়। এছাড়াও সিলেটের শাবিপ্রবির শিক্ষার্থীরা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমরা এসেছি ‘

এ সময় সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ ও অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জগদীশ চন্দ্র দাস, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, এ টি এম এ হাসান জেবুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ আব্বাস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার