Top
সর্বশেষ

যে ১০ শীর্ষ সাইবার ঝুঁকিতে বাংলাদেশে!

৩০ ডিসেম্বর, ২০২০ ১০:১৪ অপরাহ্ণ
যে ১০ শীর্ষ সাইবার ঝুঁকিতে বাংলাদেশে!

চলতি বছরে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সাইবার ঝুঁকি ছিল স্প্যাম। এটি ২০১৯ সালের ঝুঁকি তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল। এছাড়া গত বছরের অষ্টম ঝুঁকির তালিকায় থাকা র‌্যানসমওয়্যার উঠে এসেছে দ্বিতীয় অবস্থানে। বাংলাদেশ সাইবার থ্রেট ল্যান্ডস্কেপ রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে।

সম্প্রতি বাংলাদেশ সাইবার থ্রেট ল্যান্ডস্কেপ রিপোর্ট ২০২০ প্রকাশ করেছে কম্পিউটার ইন্সিডেন্স রেসপন্স টিম বা বিজিডি ই-গভ সার্ট এর রিস্ক এসেসমেন্ট ইউনিট।

বাংলাদেশ সাইবার থ্রেট ল্যান্ডস্কেপ রিপোর্ট ২০২০ মূলত একটি ওয়ার্কশপ থেকে প্রাপ্ত তথ্যাদি এবং জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্যগুলোর ভিত্তিতে প্রস্তুত করা হয়। যেখানে বছরের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, সরকারি বেসরকারি সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা ও একাডেমিয়ার অংশগ্রহণে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়ে থাকে।

২০২০ সালের দেশের জন্য শীর্ষ ১০ সাইবার ঝুঁকি:

(ক) স্প্যাম
(খ) র‌্যামসমওয়্যার
(গ) ফিশিং ম্যালওয়্যার
(ঘ) ইনফরমেশন লিকেজ
(ঙ) ইনসাইডার থ্রেট
(চ) আইডেন্টিটি থেফট
(ছ) ওয়েব বেজড অ্যাটাক
(ঝ) ডাটা ব্রিচ
(ঞ) ডিনায়াল অব সার্ভিস।

বাংলাদেশ সাইবার থ্রেট ল্যান্ডস্কেপ রিপোর্ট ২০২০ পেতে আরও দেখুন:

https://www.cirt.gov.bd/bangladesh-cyber-threat-landscape-report-2020/

শেয়ার