Top
সর্বশেষ

সতীর্থের গায়ে থুতু মারলেন রোনালদো!

১৩ ফেব্রুয়ারি, ২০২২ ৭:৩৭ অপরাহ্ণ
সতীর্থের গায়ে থুতু মারলেন রোনালদো!

মাঠে দলের সময়টা ভালো যাচ্ছে না। টানা তৃতীয় ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে গিয়েও ড্র করে বসেছে, সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন দলটি। ক্রিশ্চিয়ানো রোনালদোর ফর্মটাও কথা বলছে না পক্ষে। গোল করতে পারছেন না তিনি, এ নিয়ে আলোচনা কম হচ্ছে না। এরপর এবার ম্যাচ শেষে সতীর্থের গায়ে থুতু মেরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন পাঁচ বারের ব্যালন ডি’অর বিজয়ী।

সাউদাম্পটনের বিপক্ষে প্রথমার্ধে দারুণ এক সুযোগই এসেছিল রোনালদোর সামনে। সপ্তম মিনিটে জেডন স্যানচোর পাসে প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন তিনি, তাকে কাটিয়েও ফেলেছিলেন, কিন্তু দুর্বল এক শটে ফাঁকা জাল পেয়েও গোল করতে ব্যর্থ হন পর্তুগিজ এই তারকা। এরপর ম্যাচে সুযোগ পেয়েও গোলের দেখা পাননি তিনি।

বাজে পারফর্ম্যান্সের হতাশাটা তো ছিলই। পাঁচ বারের ব্যালন ডি’অর বিজয়ীর সঙ্গী হয়েছে নতুন বিতর্কও। ম্যাচ শেষে মাঠ ছাড়তে গিয়ে থুতু ফেলেন তিনি। সেটাই গিয়ে পড়ে সামনে থাকা অ্যান্থনি এলেঙ্গার গায়ে। এ নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ে যাচ্ছে আলোচনা-সমালোচনার বন্যা। ওল্ড ট্র্যাফোর্ডে হয়ে যাওয়া ম্যাচটির সেই ফুটেজ রীতিমতো দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে।

সেই ঘটনাটা রোনালদো ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছেন, বিষয়টা অবশ্য মোটেও তেমন দেখাচ্ছে না। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে রোনালদো গলা পরিষ্কার করেই থুতুটা ফেলেছিলেন। তখন সামনে দিয়েই হেঁটে যাচ্ছিলেন এলেঙ্গা। রোনালদোর থুতুটা গিয়ে পড়েছে সেই এলেঙ্গার পিঠে।

১৯ বছর বয়সী সেই সুইডিশ খেলোয়াড়কে অবশ্য সেই ঘটনাটা লক্ষ্য করতেও দেখা যায়নি তখন। এলেঙ্গা তখন ব্যস্ত ছিলেন সমর্থকদের অভিবাদনের জবাব দিতেই। তবে মাঠের পারফর্ম্যান্সটা অবশ্য তারও ভালো ছিল না। শেষ দিকে গোলের সন্ধানে মরিয়া হয়ে স্কট ম্যাকটমিনের বদলে তাকে মাঠে এনেছিলেন কোচ র‍্যালফ র‍্যাংনিক। তবে এলেঙ্গা তার আস্থার প্রতিদান দিতে পারেননি। দলের অন্য কেউও পারেননি আলো কেড়ে নিতে। ফলে রেড ডেভিলরা আরও একটা ড্রয়ের কবলে পড়ে, দলটির শীর্ষ চারের আশা আরও ফিকে হয়ে পড়েছে এই ড্রয়ের ফলে।

শেয়ার