Top
সর্বশেষ
ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১৩৭০ জনের শনাক্ত ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের ৩ টি নতুন প্রোডাক্ট উদ্বোধন আরব আমিরাতকে পেছনে ফেলে রেমিট্যান্স আহরণে শীর্ষ উৎস যুক্তরাষ্ট্র আরও ৩০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল মাওলানা সাদকে দেশে আসতে দিলে সরকারকে পালাতে হবে সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা আয়নাঘরের চেয়েও ভয়াবহ ঘরের সন্ধান পাওয়া গেছে: গুম কমিশন প্রধান পিলখানা হত্যা মামলার পুনঃতদন্তে হাইকোর্টের রুল সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি মহাসম্মেলন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা তৃতীয়

দায়িত্ব পালনে আমি সফল: সিইসি

১৪ ফেব্রুয়ারি, ২০২২ ২:৩০ অপরাহ্ণ
দায়িত্ব পালনে আমি সফল: সিইসি

বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, পাঁচ বছরের দায়িত্বে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। তবে সফলভাবে দায়িত্ব পালন করেছি। আমাদের ওপর যে দায়িত্ব ছিল, কঠোর পরিশ্রম করে সে দায়িত্ব পালন করেছি।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিদায়ী সংবাদ সম্মেলনে নির্বাচন ভবনের লেক ভিউ চত্বরে তিনি এসব কথা বলেন।

এসময় জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন ছাড়া অন্যান্য নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন করোনায় আক্রান্ত হওয়ায় তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। মাহবুব তালুকদার পরে প্রেসবিফ্রিং করবেন বলে জানিয়েছেন।

সিইসি বলেন, আমরা ৬ হাজার ৬৯০টি নির্বাচন করেছি। রুটিনকাজের বাইরেও অনেক কাজ করেছি। আইন সংস্কারের বেশকিছু কাজ করেছি। আরপিও, বাংলায় রূপান্তরসহ অনেকগুলো বিধিমালা করেছি।

তিনি বলেন, ২৪ হাজার ৮৮১ জনকে প্রশিক্ষণ দিয়েছি, বিশেষ করে ইভিএমে। করোনার কারণে সীমানা পুনঃর্নিধারণ করতে পারিনি।

স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন করেছি। ইভিএম বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। অত্যন্ত সফলতার সঙ্গে তা বাস্তবায়ন করতে পেরেছি। এনআইডি সহজীকরণ করা হয়েছে। ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে।

‘আমরা মনে করি, আমাদের ওপর যে দায়িত্ব ছিল, কঠোর পরিশ্রম করে সে দায়িত্ব পালন করেছি’ যোগ করেন নূরুল হুদা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ও যুগ্ম সচিব এসএম আসাদুজ্জমানও উপস্থিত ছিলেন।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি সাবেক বেসামরিক আমলা কেএম নূরুল হুদাকে সিইসি; মাহবুব তালকুদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও সামরিক আমলা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

শেয়ার