Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

মোনার্ক মার্টের হেড অফ এক্সপেরিয়েন্স হলেন সাইফুল ইসলাম

১৬ ফেব্রুয়ারি, ২০২২ ৪:০৩ অপরাহ্ণ
মোনার্ক মার্টের হেড অফ এক্সপেরিয়েন্স হলেন সাইফুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক :

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের হেড অফ কাস্টমার এক্সপেরিয়েন্স হিসেবে যোগ দিয়েছেন মৃধা মোঃ সাইফুল ইসলাম। দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে এর আগের কাজের অভিজ্ঞতার সুবাদে সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক মার্টে কাজের সুযোগ পেয়েছেন তিনি।

মোনার্ক মার্টের আগে তিনি অর্গানিক ফুড ব্র্যান্ড ‘খাস ফুড’ এর এক্সপেরিয়েন্স হেড হিসেবে কাজ করেছেন। এর আগে আলোচিত-সমালোচিত প্রতিষ্ঠান ইভ্যালিতে কাজ করেন তিনি। বিডিজবস এবং দারাজে দীর্ঘদিন কাজ করা মৃধা সাইফুল গ্রাহক অধিকার এবং অনলাইন ই-কমার্সের গ্রহণযোগ্যতা বাড়াতে গ্রাহকপর্যায়ে কাজ করায় বেশ জনপ্রিয়তা লাভ করেন ইকমার্স ইন্ডাস্ট্রিতে।

মোনার্ক মার্টে নিয়োগের ব্যাপারে মৃধা সাইফুল বলেন, ‘মানসম্মত পণ্যের পাশাপাশি সর্বোচ্চ মানের গ্রাহক সেবার প্রত্যয়ে মোনার্ক মার্ট প্রতিষ্ঠিত হয়। মোনার্ক মার্টের টপ ম্যানেজমেন্টের পক্ষ থেকে সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করার আগ্রহের ব্যাপারে আমাকে প্রস্তাব দেয়া হয়। সে পরিপ্রেক্ষিতে আমি এই দায়িত্ব নিয়েছি।’

গত ২১ জানুয়ারি মোনার্ক মার্টের ওয়েবসাইট চালু করা হয়। কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, ‘মোনার্ক মার্ট অটোমোবাইল, ইলেকট্রনিক্স, ফ্যাশন, স্বাস্থ্য এবং গৃহস্থালি পণ্য, সংগীত, বই, পোষা প্রাণীর সরবরাহ, খেলাধুলা এবং বাইরের জিনিসপত্র বিক্রি করবে।’

ই-কমার্স নিয়ে কাজ করার পাশাপাশি মৃধা সাইফুল একই সাথে দীর্ঘদিন ধরেই কাজ করছেন দেশ সেরা ‘ইকমার্স রিভিউজ’ কমিউনিটি নিয়ে। যেখানে এক লক্ষের বেশি অনলাইন গ্রাহক নিজেদের ই-কমার্স অভিজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে এ খাতটিকে শুদ্ধ করতে প্রত্যক্ষভাবে অবদান রাখছেন। ই-কমার্সের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের তরুণ প্রজন্মের মধ্যে কর্মদক্ষতা ও ক্যারিয়ার ভিত্তিক ধারণার উন্নয়নে সহায়তার জন্য ‘ক্যারিয়ার এইড প্রো’ নামক কমিউনিটি নিয়ে কাজ করছেন তিনি।

শেয়ার