উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১ লক্ষ ৬৯ হাজার পিছ ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
আটককৃত রোহিঙ্গা হলেন ১০ নং ক্যাম্পের জি ১৬ ব্লকের মীর আহমদের ছেলে সাদেক হোসেন (২৫)।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) মধ্যরাত ১ টা ৩০ মিনিটের দিকে নিজ বসতঘর থেকে সাদেককে ইয়াবাসহ আটক করা হয়।
আর্মড পুলশি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খান পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেনের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে ১ লক্ষ ৬৯ হাজার পিছ ইয়াবাসহ একজন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, জব্দকৃত মাদকসহ আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন