Top
সর্বশেষ
আজ থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু দিল্লিতে বিজেপি প্রার্থীর কাছে কেজরিওয়ালের হার ভারতের মিডিয়ায় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব ছাত্রদের ওপর মোজাম্মেল বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফের মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ১০ ইসরায়েলকে ৭.৪ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র তিন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি আজ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ এবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহত ১৫

আইসিইউ’র ডাক্তার মারা গেলেন আইসিইউতে

১৭ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৪৩ পূর্বাহ্ণ
আইসিইউ’র ডাক্তার মারা গেলেন আইসিইউতে
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) জীবনের সঙ্গে যুদ্ধ করে হেরে গেলেন চট্টগ্রামের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের আইসিইউ বিভাগের সিনিয়র চিকিৎসক সামিনা আকতার। দুইদিন আগে সিএনজির ধাক্কায় গুরুতর আহত হয়ে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এ চিকিৎসক মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আরেক চিকিৎসক সত্যজিৎ রায়।

সামিনা আকতার চিকিৎসাধীন থাকা অবস্থায় চিকিৎসকেরা জানিয়েছেন, সামিনার মাথার আঘাত ছিল মারাত্মক। তার বুকের হাড়ও ভেঙে গিয়েছিল। মঙ্গলবার রাতেই সামিনার মাথায় অস্ত্রোপচার করা হয়। কিন্তু তার অবস্থার উন্নতি হয়নি। বুধবার দুপুরে সামিনার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড বসানো হয়েছিল। চিকিৎসকদের সকল চেষ্টা বিফল করে জীবনের ওপারে চলে গেলেন আইসিইউর চিকিৎসক সামিনা আকতার।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাতে রিকশা করে বাড়ি ফিরছিলেন চিকিৎসক সামিনা আকতার। নগরীর কাজীর দেউড়ি হোটেল রেডিসন ব্লু এর সামনে এলে তার রিকশাকে পিছন থেকে সজোরে একটি সিএনজি ধাক্কা দেয়। সিএনজির ধাক্কায় রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন সামিনা। এসময় তাকে উদ্ধার করে আশপাশের কয়েকজন হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর সিএনজি চালককে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তার আগে বুধবার কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সেইসাথে সিএনজি ও রিকশাটিকে জব্দ করা হয়েছে।

ডা. সামিনা ছিলেন ইউএসটিসির পঞ্চম ব্যাচের প্রাক্তন ছাত্রী এবং চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের (বিবিএমএইচ) আইসিইউ বিভাগের সিনিয়র চিকিৎসক। গ্রামের বাড়ি ফেনী। তিনি পরিবার নিয়ে মেহেদীবাগ বসবাস করতেন। তার একছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

শেয়ার