Top

জীবন যুদ্ধে জয়ী হতে চায় সাহাদাত

১৭ ফেব্রুয়ারি, ২০২২ ৫:১৮ অপরাহ্ণ
জীবন যুদ্ধে জয়ী হতে চায় সাহাদাত
শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর) :

পৃথিবীতে সবাই সমান ভাগ্য নিয়ে জন্মায় না। কেউ সুখে বসবাস করেন আবার কাউকে সারা জীবন সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। তাদের জীবনের সংগ্রাম যেন শেষ হয় না। ভাগ্য তাদের পক্ষে কাজ করতে চায় বলেই এমন মানুষরা মনে করেন। তেমনি একজন হলেন শারিরিক প্রতিবন্ধী মো. সাহাদাত হোসেন। জীবন সংগ্রামে জয়ী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সফলতার আশায় প্রতিদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করছেন। অটোরিকশা চালিয়ে সংসার সামলাচ্ছেন তিনি।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পূর্ব ভাওয়াল গ্রামের এক হতদরিদ্র পরিবারের সন্তান সাহাদাত। বাবা মো: মিরন ছৈয়াল গত ৫ বছরের প্যারালাইজড হয়ে ঘরে বসে রয়েছেন। ফলে প্রতিবন্ধী হয়েও মা-বাবা-স্ত্রী ও তিন কন্যা সন্তান এবং চার বোনের সংসার সামলানোর দাায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।
জানা গেছে, শাহাদাত হোসেন শারিরিক প্রতিবন্ধী হলেও সংসার চালাতে কারও কাছে হাত বাড়ান না। উল্টো প্রবল ইচ্ছে শক্তি দিয়ে কাজ করে চলছেন। পেশায় তিনি এখন অটোরিকশা চালক। কর্মজীবন শুরু হয় নবম শ্রেণিতে পড়া অবস্থায়। প্রথমে বাড়ির পাশে একটি মুঠো ফোনের রিটাচার্জের দোকান দেন। দাখিল মাদরাসা থেকে দশম শ্রেণি পর্যন্ত লেখা-পড়াও করেছেন তিনি। বাবা রিকশা চালাতেন। কিন্ত বাবা অসুস্থ হয়ে পড়ায় সংসারের চাপ বাধ্য হয়ে তার কাঁেধ তুলে নিতে হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ-পাটওয়ারী বাজার সড়কের মিরপুর এলাকায় শাহাদাতের সঙ্গে দেখা হলে তিনি জানান, ব্যাংক থেকে ঋণ নিয়ে অটোরিকশাটি কিনেছেন। ফরিদগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল ও পার্শ্ববর্তী হাজীগঞ্জ এবং রামগঞ্জ উপজেলায় অটো চালান। দৈনিক ৬০০-৭০০ টাকা আয় করেন।
তিনি আরও জানান, জীবনে তার একমাত্র স্বপ্ন সন্তানদের শিক্ষিত করে তোলা। তার বড় মেয়ে স্কুলে ও মেজ মেয়ে মাদরাসায় পড়ে। তবে সরকারের কাছ থেকে প্রতি মাসে ৭০০ টাকা প্রতিবন্ধী ভাতা পান তিনি।

 

শেয়ার