Top

একালের ছড়া

২৩ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৩৪ পূর্বাহ্ণ
একালের ছড়া

পীযূষ কান্তি বড়ুয়া
দ্রব্যমূল্যে ভূতের আছর

তেল গিয়েছে মহাশূন্যে
দামের রকেট চড়ে
তেলবাজের এই বাংলাদেশে
তারাই পকেট ভরে।

চিনি পেলো এ প্লাসের
গৌরব তার মূল্যে
ডিমের দামে অশ্রু নামে
ফড়িয়ার আনুকূল্যে।

গুঁড়ো সাবান আজ বনেদী
তেলের মতোই দামি
বাজার যাওয়ার মাঝপথে দাম
শুনলে ততোই ঘামি।

মধ্যবিত্তের অর্থনীতি
গুমরে ডাকে কেঁদে
বাণিজ্যে আজ ভূতের আছর
হাত-পা রাখে বেঁধে।

শেয়ার