Top
সর্বশেষ

মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা পেল আইপিডিসি ফাইন্যান্স

২৪ ফেব্রুয়ারি, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ
মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা পেল আইপিডিসি ফাইন্যান্স

লোকসংগীতকে নান্দনিক উপস্থাপনার মাধ্যমে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য মেধাস্বত্ব সুরক্ষা সম্মাননা-২০২১ পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স। বাংলাদেশ কপিরাইট অফিস ও মুড সিংগার এর যৌথ উদ্যোগে ‘সংগীত মেধাস্বত্বাধিকার: স্ট্রীমিং ও রয়্যালিটি’ শীর্ষক সেমিনারে আইপিডিসিকে এ সম্মাননা দেওয়া হয়। আইপিডিসি ফাইন্যান্স-এর পক্ষ থেকে হেড অফ কোম্পানি স্ট্র্যাটেজি, ব্র্যান্ড অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন তারেক ইসলাম পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপিরাইট বোর্ডের চেয়ারম্যান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন ও সভাপতি ছিলেন বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার অফ কপিরাইটস জনাব জাফর রাজা চৌধুরী।

বাংলা লোকসংগীতকে তরুণদের মাঝে জনপ্রিয় করে তুলতে দেশীয় শিল্পীদের অংশগ্রহণে আইপিডিসি শুরু করে ‘আইপিডিসি আমাদের গান’, যে প্ল্যাটফর্মে এখন পর্যন্ত ৫ লক্ষ ৭৯ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।

শেয়ার