Top
সর্বশেষ

ধানমন্ডিতে ইশো’র নতুন এক্সপেরিয়েন্স সেন্টার

২৬ ফেব্রুয়ারি, ২০২২ ৭:৪৪ অপরাহ্ণ
ধানমন্ডিতে ইশো’র নতুন এক্সপেরিয়েন্স সেন্টার

ধানমন্ডিতে চালু হলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড ‘ইশো’এক্সপেরিয়েন্স সেন্টার। ফার্নিচার কেনার সময় গ্রাহকদের জন্য এক অভিনব লাইফস্টাইল অভিজ্ঞতা প্রদান করবে নতুন এই সেন্টারটি। গত শুক্রবার ইশো’র নতুন এ এক্সপেরিয়েন্স সেন্টারটি চালু হয়।

নতুন সেন্টার উদ্বোধন সম্পর্কে ইশো’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন বলেন, ইশো’র এই একপেরিয়েন্স সেন্টারের মাধ্যমে আমরা গ্রাহকদের নতুন আদলে আমাদের ফার্নিচার ও অ্যাক্সেসরিজের অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছি।

“কাট দ্যা নয়েস। মেক অ্যা স্টেটমেন্ট” মূলমন্ত্রটির মাধ্যমে গ্রাহকদের কাছে ইশো অত্যাধিক অলঙ্করণ বাদ দিয়ে ঘরের নান্দনিকতা ফুটিয়ে তোলার মতাদর্শকে প্রকাশ করে।

দেশের আসবাব শিল্পে নতুনত্ব এনে ইশো অনেক গ্রাহকের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছে। ইশো আগামীতেও তাদের কাজে নতুনত্ব আনতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার