Top
সর্বশেষ

চাকুরী স্থায়ীকরনের দাবিতে জাবিতে ফের মানববন্ধন

২৭ ফেব্রুয়ারি, ২০২২ ২:৫৪ অপরাহ্ণ
চাকুরী স্থায়ীকরনের দাবিতে জাবিতে ফের  মানববন্ধন
জাবি প্রতিনিধি :

দৈনিক মজুরি ভিত্তিক নিয়োজিত সকল কর্মচারিদের চাকরি স্থায়ীকরনের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরি ভিত্তিক নিয়োজিত কর্মচারীরা।

রবিবার (২৭ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এ মানববন্ধন করে তারা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৬০ জনের মতো কর্মচারী আছে যারা দৈনিক মজুরির ভিত্তিতে চাকরি করে, দৈনিক মজুরি হচ্ছে ৩৩০ টাকা, ছুটির দিন কিংবা একদিন কাজে না গেলে এই টাকা তারা পায় না।

মোঃ শরিফুল ইসলাম নামের এক কর্মচারী বলেন,
“প্রশাসন কর্তৃক কোন আশ্বাস এখনো পাইনি, তিনদিন পার হয়ে গেছে, তাই পুনরায় আবার আমরা মানববন্ধনে নেমেছি”

কর্মচারী রাজিয়া আক্তার বলেন, ” আমাদেরকে কোষাধ্যক্ষ ম্যাডাম চাকরি স্থায়ীকরনের আশ্বাস দিয়েছিলেন কিন্তু ৩ মাস পার হয়ে গেছে এখনো চাকরি স্থায়ীকরন হয়নি। ২৪ ফেব্রুয়ারী আমরা মানববন্ধন এবং স্মারকলিপি জমা দিলাম, তিনদিন পার হয়ে যাওয়ার পরও কোন আশ্বাস পাইনি। এক দফা এক দাবি চাকরি স্থায়ী-করণ করতে হবে। ”

কর্মচারী ইসনুস বলেন, “আমাদের দেয়ালে পিঠ লেগে গেছে, এভাবে আর জীবন নির্বাহ করা যাচ্ছে না, আমাদের চাকরি স্থায়ী করণ করতে হবে, যতদিন পর্যন্ত স্থায়ী কোন সমাধান পাচ্ছি না ততদিন পর্যন্ত মানববন্ধন কর্মসূচী চলবে।”

মানববন্ধন শেষে দৈনিক মজুরি ভিত্তিক নিয়োজিত কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি জমা দেন।

উল্লেখ্য,গত ২৪ ফেব্রুয়ারি তারা মানববন্ধন করেন এবং পরবর্তীতে স্মারকলিপি দেন রেজিস্ট্রারের কাছে, কিন্তু ৩ দিন পার হয়ে যাওয়ার পরও প্রশাসনকর্তৃক কোন ধরনের আশ্বাস বা পদক্ষেপ নেওয়া হয়নি ।

শেয়ার