করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে সারাবিশ্বের ন্যায় স্থবির হয়ে পড়ে জাপানের অর্থনৈতিক কার্যক্রম। টানা দুই মাস জরুরি অবস্থা জারির পর স্বাভাবিক হতে শুরু করেছে সেখানকার দৈনন্দিন কর্মকাণ্ড। খুলছে ব্যবসাপ্রতিষ্ঠান, অর্থনৈতিক চাকা সচল রাখতে এবং করোনার ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে দেশটির শিল্পপ্রতিষ্ঠানগুলো।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য মার্জার অ্যান্ড একুইজিশন (এমঅ্যান্ডএ) সহযোগিতা বৃদ্ধি এবং জাপানি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে একটি বিনিয়োগ-বান্ধব পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে গত ১১ জুন জাপানের টোকিও ভিত্তিক গ্রোথিক্স ক্যাপিটাল এবং বাংলাদেশের কাইকম সলিউশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
গ্রোথিক্স ক্যাপিটালের প্রেসিডেন্ট মিতসুও নাকাশিমা এবং কাইকম সলিউশনের প্রধান নির্বাহী অঞ্জন দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
গ্রোথিক্স ক্যাপিটাল একটি এমঅ্যান্ডএ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যারা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এমঅ্যান্ডএ সংক্রান্ত সেবা প্রদান করছে। কোম্পানিটি বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে এবং খুব শিগগিরই তারা ঢাকায় একটি শাখা অফিস খুলতে আগ্রহী।
এই চুক্তির মাধ্যমে জাপান ও বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি এবং জাপানি প্রযুক্তি ও ব্যবসার পদ্ধতি বাংলাদেশে ব্যবহারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রতিষ্ঠান দুটির কর্ণধার আশাবাদ ব্যক্ত করেন।
তারা বলেন, এই চুক্তি বাংলাদেশে জাপানি স্টার্টআপ ব্যবসার প্রবেশ এবং জাপানি বিনিয়োগ বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।