Top
সর্বশেষ

এম এস ক্রিয়েটিভ ভেঞ্চারের যাত্রা শুরু

০২ মার্চ, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ
এম এস ক্রিয়েটিভ ভেঞ্চারের যাত্রা শুরু

কর্পোরেট জগতে সেবাকে আরও সহজ করতে যাত্রা শুরু করলো এম এস ক্রিয়েটিভ ভেঞ্চার লিমিটেড। বুধবার (২ মার্চ) বিকেল প্রতিষ্ঠানটির যাত্রা শুরু উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন এম এস কিয়েটিভ ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেনের মা আনোয়ারা বেগম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ড বাংলাদেশ চেম্বারের সভাপতি ফারুক চৌধুরী, উরি ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক শেখ জামিল, মেঘনা ইন্স্যুরেন্সের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জামিল হোসেন প্রমুখ।

এম এস ক্রিয়েটিভ ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, গ্রাহকদের কোম্পানি গঠন (জয়েন স্টক ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন) ফাইনান্স ও একাউন্স ঢেলে সাজানো, অর্থনৈতিক পরিকল্পনা, ব্যাংক ফাইনান্স সলিউশন (দেশি ও বৈদেশিক), ভ্যাট, টেক্স, বীডা, এনবিআর, বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ইস্যুতে অনুমোদনের জন্য পরামর্শ ও ফাইল প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটি সহায়তা করবে।

এছাড়া লিগ্যাল ইস্যু, জমি, বহুতল ভবন নির্মাণ পরিকল্পনায় সহায়তাসহ কর্পোরেট খাতে দৈনন্দিন কাজের বিভিন্ন সমস্যার সমাধানে ডকুমেন্টেশন তৈরীতে সহায়তা করবে।

শেয়ার