Top
সর্বশেষ

ই-কমার্স খাতে শতভাগ মালিকানায় বিদেশিদের ব্যবসার সুযোগ

২৪ জুন, ২০২০ ৯:৫৩ পূর্বাহ্ণ
ই-কমার্স খাতে শতভাগ মালিকানায় বিদেশিদের ব্যবসার সুযোগ

এতদিন ই-কমার্স খাতে বিদেশি বিনিয়োগকারীরা শতভাগ মালিকানায় ব্যবসা করতে পারতেন না। দেশীয় ডিজিটাল কমার্স ইন্ডাস্ট্রির সঙ্গে যৌথভাবে বিদেশিদের বিনিয়োগ করতে হতো। এক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীরা সর্বোচ্চ ৪৯ শতাংশ বিনিয়োগ করতে পারতেন। কিন্তু এখন থেকে ই-কমার্স খাতে বিদেশি বিনিয়োগকারীদের শতভাগ মালিকানায় ব্যবসা করার সুযোগ দেয়া হলো।

এ জন্য ‘জাতীয় ডিজিটাল কমার্স-২০১৮’ সংশোধন করা হয়েছে। ‘জাতীয় ডিজিটাল কমার্স (সংশোধিত) নীতিমালা-২০২০’ সোমবার (২২ জুন) প্রজ্ঞাপন আকারে জারি করেছে ডব্লিউটিও সেল। মূলত এ খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এ নীতিমালা সংশোধন করা হয়েছে। এতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি ই-বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা করছে সরকার। তবে বিদেশি বিনিয়োগকারীদের কারণে যদি দেশীয় উদ্যোক্তার ক্ষতিতে পড়ে তাহলে নতুন বিধি-নিষেধ আরোপ করতে পারবে সরকার।

সংশোধিত নীতিমালায় বলা হয়, আগের নীতিমালায় বলা হয়েছিল ‘ডিজিটাল কমার্স খাতে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যামান বিধি-বিধান প্রতিপালন করতে হবে। তবে বিদেশি ডিজিটাল কর্মাস ইন্ডাস্ট্রি দেশীয় কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে যৌথ বিনিয়োগ ব্যতীত এককভাবে ব্যবসা পরিচালনা করতে পারবে না এবং দেশীয় ডিজিটাল কমার্স ইন্ডাস্ট্রির স্বার্থসমূহকে প্রাধান্য দেয়া হবে।

তবে এখন থেকে এটি পরিবর্তন করে বলা হয় ‘ খাতে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র বিদ্যামান বিধি-বিধান প্রতিপালন করলেই হবে। অর্থাৎ এখন থেকে এ খাতে বিদেশি বিনিয়োগকারিরা শতভাগ মালিকানায় ব্যবসা করতে পারবে।’ সংশোধিত নীতিমালায় দেশীয় ডিজিটাল কমার্স ইন্ডাস্ট্রির স্বার্থসমূহকে প্রাধান্য দেয়ার বিষয়টিও তুলে দেয়া হয়েছে।

এ বিষয়ে ডব্লিউটিও সেলের মহাপরিচালক (যুগ্ম-সচিব) মো. হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, ‘এতদিন খাতে বিদেশি বিনিয়োগকারী এককভাবে বিনিয়োগ করতে পারতো না। তাদেরকে স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করতে হতো। এক্ষেত্রে বিদেশিদের বিনিয়োগ রাখতে হতো সর্বোচ্চ ৪৯ শতাংশ। আর স্থানীয় উদ্যোক্তাদের বিনিয়োগ থাকতো কমপক্ষে ৫১ শতাংশ। এই বিধি-নিষেধ উঠিয়ে দেয়া হয়েছে। এখন থেকে বিদেশিরা চাইলে এ খাতে শতভাগ বিনিয়োগ করতে পারবেন।’

তবে দেশে তাদের বিনিয়োগের জন্য বিদ্যামান বিধি-বিধান প্রতিপালন করতে হবে বলে জানান হাফিজুর রহমান। তিনি বলেন, ‘এসব বিধি-বিধানের মধ্যে ইনভেস্টমেন্ট ও ইন্ডাস্ট্রিয়াল পলিসি রয়েছে।বিনিয়োগের কিছু বিধান রয়েছে, বিডার কিছু বিনিয়োগ পলিসি রয়েছে, বেজা ও বেপজার পলিসি রয়েছে। এসব নীতিমালা মেনেই বিদেশিদের বিনিয়োগ করতে হবে। এখন ই-কমার্স খাতের জন্য আলাদা কোনো লিমিটেশন থাকলো না।’

এতে করে দেশীয় কী ক্ষতিতে পড়বে এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, ‘এক্ষেত্রে একটু চ্যালেঞ্জ তো থাকেই। কারণ যদি বড় কোনো কোম্পানি যেমন- আলিবাবা বা অ্যামাজন চলে আসে তাহলে ছোট কোম্পানিগুলো সমস্যায় পড়বে। এক্ষেত্রে স্থানীয় ছোট কোম্পানিগুলোকে হয় তাদের সঙ্গে ব্যবসা করতে হবে। না হয় ব্যবসা বন্ধ করে দিতে হবে। এ চ্যালেঞ্জ রয়েছে।’

তবে এক্ষেত্রে সরকার তাদের জন্যও প্রতিচলিত আইনেই বিধি-নিষেধ আরোপ করতে পারবে বলেও জানান তিনি। বলেন, ‘প্রয়োজনে কোনো কোম্পানিকে সরকার বলতে পারবে যে তুমি এত টাকার বেশি বিনিয়োগ করতে পারবে না বা তোমাকে স্থানীয়দের সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করতে হবে ইত্যাদি। সে জন্যই বলা হয়েছে যে প্রচলিত নীতিমালায় বিনিয়োগ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রচলিত নীতি অনুযায়ী এখনো ফার্মাসিউটিক্যাল ও গার্মেন্টসে সবাই বিনিয়োগ করতে পারে না। সুতরাং দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা দিতে সরকারের হস্তক্ষেপ করার সুযোগ রয়েছে। তবে আপাতত এ খাতে বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করার জন্যই নীতিমালা সংশোধন করা হয়েছে। ইতিমধ্যে বিদেশিরা বিভিন্ন প্রতিষ্ঠানে ৪৯ শতাংশের বেশি বিনিয়োগ করে বসে আছে। দারাজ, উবার, চালডাল, উবার, পাঠাও এদের ক্ষেত্রে বিদেশি বিনিযোগ ৪৯ শতাংশের অনেক বেশি। নীতিমালা সংশোধন না করা হলে এদের সবার কার্যক্রম বন্ধ করে দিতে হতো।’

বাণিজ্য মান্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল অ্যাপসসহ ব্যবহার বেড়ে যাওয়ায় বিশ্বে তথ্যপ্রযুক্তি নির্ভর ব্যবসার দ্রুত বিকাশ ঘটছে। এমন প্রেক্ষাপটে দেশের ডিজিটাল খাতের সুষম উন্নয়ন, নির্ভরযোগ্য ব্যবস্থাপনা, তদারকি ও নিয়ন্ত্রণ এবং আস্থাশীল পরিবেশ তৈরিতে ‘জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা-২০১৮’ প্রণয়ণ করা হয়। সরকার এই নীতিমালাকে আরও বৈদেশিক বিনিয়োগবান্ধব করতে সংশোধনী এনেছে।

বর্তমানে বিশ্বের প্রায় ৫ ট্রিলিয়ন ডলারের ই-বাণিজ্য হচ্ছে। সেখানে বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব মতে, গতবছর বাংলাদেশে এর পরিমাণ ছিল মাত্র ৮০০ কোটি টাকা।

শেয়ার