মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতাকে যাবজীবন সশ্রম কারান্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ এর বিচারক এম আলী আহমদ আসামীর উপস্থিতিতে এই রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, রংপুরের পীগেঞ্জ উপজেলার ফতেপুর ফকিরা গ্রামের আব্দুল মালেক তার নিজ কন্যাকে ধর্ষণ করে। এঘটনায় মেয়ের মা বাদি হয়ে ২০১৮ সালের ৮ আগষ্ট পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। তদন্ত শেষে পুলিশ ২০১৯ সালের ১২ জানুয়ারী আদালতে অভিযোগপত্র দাখিল করে।
সাক্ষ প্রমান শেষে আদালত আসামী আব্দুল মালেকের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমানিত হওয়ায় আসামীকে যাবজীবন সশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা জারমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারান্ডের আদেশ দেন।
সরকার পক্ষের সহকারী আইনজীবি তাজিবুর রহমান লাইজু বলেন, ২০১৮ সালের ৪ আগস্ট পীরগঞ্জের ফতেপুর ফকিরা পাড়া গ্রামের আব্দুল মালেক তার স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষন করেন। এ ঘটনায় ওই মাসের ১৮ তারিখ আব্দুল মালেকের স্ত্রী নুরছা বেগম বাদী হয়ে মালেককে একমাত্র আসামী করে পীরগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ ২০১৯ সালের ১২ জানুয়ারী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে আব্দুল মালেককে অভিযুক্ত করে।
মামলার বাদী নুরছা বেগম বলেন, এ রায়ে আমী খুশি। আর যেন কোন বাবা এমন ঘটনা না ঘটনায়। রায় শুনে আব্দুর মালেক বিচারকের উদ্দেশ্যে বলেন, স্যার এটা মিথ্যা ঘটনা। আমি আপিল করবো।