Top
সর্বশেষ
আজ থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু দিল্লিতে বিজেপি প্রার্থীর কাছে কেজরিওয়ালের হার ভারতের মিডিয়ায় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব ছাত্রদের ওপর মোজাম্মেল বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফের মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ১০ ইসরায়েলকে ৭.৪ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র তিন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি আজ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ এবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহত ১৫

মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতাকে যাবজীবন সশ্রম কারাদন্ড

০৭ মার্চ, ২০২২ ৩:০২ অপরাহ্ণ
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতাকে যাবজীবন সশ্রম কারাদন্ড
রংপুর প্রতিনিধি :

মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতাকে যাবজীবন সশ্রম কারান্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ এর বিচারক এম আলী আহমদ আসামীর উপস্থিতিতে এই রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, রংপুরের পীগেঞ্জ উপজেলার ফতেপুর ফকিরা গ্রামের আব্দুল মালেক তার নিজ কন্যাকে ধর্ষণ করে। এঘটনায় মেয়ের মা বাদি হয়ে ২০১৮ সালের ৮ আগষ্ট পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। তদন্ত শেষে পুলিশ ২০১৯ সালের ১২ জানুয়ারী আদালতে অভিযোগপত্র দাখিল করে।

সাক্ষ প্রমান শেষে আদালত আসামী আব্দুল মালেকের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমানিত হওয়ায় আসামীকে যাবজীবন সশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা জারমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারান্ডের আদেশ দেন।

সরকার পক্ষের সহকারী আইনজীবি তাজিবুর রহমান লাইজু বলেন, ২০১৮ সালের ৪ আগস্ট পীরগঞ্জের ফতেপুর ফকিরা পাড়া গ্রামের আব্দুল মালেক তার স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষন করেন। এ ঘটনায় ওই মাসের ১৮ তারিখ আব্দুল মালেকের স্ত্রী নুরছা বেগম বাদী হয়ে মালেককে একমাত্র আসামী করে পীরগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ ২০১৯ সালের ১২ জানুয়ারী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে আব্দুল মালেককে অভিযুক্ত করে।

মামলার বাদী নুরছা বেগম বলেন, এ রায়ে আমী খুশি। আর যেন কোন বাবা এমন ঘটনা না ঘটনায়। রায় শুনে আব্দুর মালেক বিচারকের উদ্দেশ্যে বলেন, স্যার এটা মিথ্যা ঘটনা। আমি আপিল করবো।

শেয়ার