Top
সর্বশেষ
আজ থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু দিল্লিতে বিজেপি প্রার্থীর কাছে কেজরিওয়ালের হার ভারতের মিডিয়ায় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব ছাত্রদের ওপর মোজাম্মেল বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফের মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ১০ ইসরায়েলকে ৭.৪ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র তিন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি আজ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ এবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহত ১৫

ভয়ংকর মাদক ‘আইস’ পাচার হচ্ছিল আচারের পাত্রে

০৮ মার্চ, ২০২২ ১২:০১ অপরাহ্ণ
ভয়ংকর মাদক ‘আইস’ পাচার হচ্ছিল আচারের পাত্রে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে আচারের পাত্রে পাচার হচ্ছিল ভয়ংকর মাদক আইস। পরে রাজধানীর কদমতলী এলাকা থেকে চালানটি জব্দ করে র‍্যাব-১০। এছাড়া অভিযানে পাঁচ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গ্রেপ্তার মাদক কারবারির নাম মো. জাহিদুল আলম। মঙ্গলবার (৮ মার্চ) সকালে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদ আসে কদমতলী এলাকায় আইসের বড় একটি চালান পাচার হবে। পরে সেখানে অভিযান চালানো হয়। দেখা যায়, অভিনব কায়দায় আচারের পাত্রে এক কেজি আইস পাচার করছিল মো. জাহিদুল আলম। পরে ৫ হাজার ১৩ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানানো হবে বলেও তিনি জানান।

শেয়ার