Top
সর্বশেষ

ঘরের মাঠে হেরেও শেষ আটে লিভারপুল

০৯ মার্চ, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ
ঘরের মাঠে হেরেও শেষ আটে লিভারপুল
স্পোর্টস ডেস্ক :

নিজের ঘরের মাঠ অ্যান্ডফিল্ডে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল পর্বের ফিরতি লেগের ম্যাচে ইন্টার মিলানের কাছে ১-০ গোলে ধরাশায়ী হলো দ্য রেড শিবির। হারের পরও শেষ আটে জায়গা করে নিয়েছে দলটি।

 

ইন্টার মিলানের মাঠ থেকে প্রথম লেগের ম্যাচে ২-০ গোলের জয় ছিনিয়ে এনেছিল অল রেডরা। ফলে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে জিতে ইউরোপের সেরাদের আসরের শেষ ষোলতে পৌঁছে গেছে লিভারপুল। আর তাই শেষ ম্যাচে জিতেও হতাশায় ডুবেছে ইন্টার।

প্রথমার্ধে মলিন থাকলো দুই দলই। দ্বিতীয়ার্ধে দারুণ এক গোল করলেন লাউতারো মার্টিনেজ। সম্ভাবনা জাগল নাটকীয়তার। কিন্তু অ্যালেক্সিস সানচেজের লাল কার্ডে সেটাও শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত লিভারপুলের মাঠে ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ইন্টার মিলানকে। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে চলে গেছে ইয়্যুর্গেন ক্লপের দল।

 

গত মাসে রবার্তো ফিরমিনো ও মোহাম্মদ সালাহের গোলে জয় পায় লিভারপুল। এই লেগের শুরুতেও দুই দলের ফুটবলাররা ছিলেন বিবর্ণ। স্বাগতিকরা কয়েকটি আক্রমণ করলেও সেসব আটকে গেছে পোস্ট ও ক্রসবারে লেগে।

এর মধ্যেই ৬০ মিনিটে অ্যালেক্সিস সানজেচের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে গোল করেন মার্টিনেজ। এই গোলের ১০৭ সেকেন্ড পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পান সানচেজ। শেষ অবধি ওই ১ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ইন্টারকে।

 

ফিরতি লেগের ম্যাচে ইন্টার মিলানকে একমাত্র জয়সূচক গোলটি উপহার দেন লাউতারো মার্টিনেজ। তার গোলে অ্যাসিস্ট করেন অ্যালেক্সিস সানচেজ। কিন্তু দুর্ভাগ্য দুই মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সানচেজ।

শেয়ার