Top
সর্বশেষ
আজ থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু দিল্লিতে বিজেপি প্রার্থীর কাছে কেজরিওয়ালের হার ভারতের মিডিয়ায় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব ছাত্রদের ওপর মোজাম্মেল বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফের মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ১০ ইসরায়েলকে ৭.৪ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র তিন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি আজ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ এবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহত ১৫

মাস্টারের মা করেন ভিক্ষা!

০৯ মার্চ, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ
মাস্টারের মা করেন ভিক্ষা!
নেত্রকোণা প্রতিনিধি :

মাস্টারের মা বলে ডাকেন এলাকার সবাই। বয়সের ভারে নুয়ে পড়েছে দেহ। শরীরের গঠনও জীর্ণশীর্ণ। কাছ থেকে দেখলেই বোঝা যায়, তিনি বৃদ্ধ বয়সে রোগ–শোকে চিকিৎসার অভাবে অনেকটাই ক্লান্ত, পরিশ্রান্ত।

তাঁহার বর্তমান বয়স ৮৫ বছর। স্বামী মৃত্যুর পর অসহায় এই বিধবা নারী বাঁচার জন্য ভিক্ষাবৃত্তিকে বেছে নেন।কেটে গেল জীবনের ৩০টি বছর। বেঁচে থাকার জন্য ভিক্ষা করে যাচ্ছেন।

স্থানীয় জনপ্রতিনিধিদের দুয়ারে দুয়ারে ঘুরেছেন অনেকদিন। থাকার জন্য একটি ঘর ও ব্যবসা করার জন্য একটু পূঁজি চান তিনি । তিনি জীবনের শেষ দিনগুলিতে ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান।

মাস্টারের মা, নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের চন্দ্রপতি খিলা গ্রামের লিয়াস উদ্দিনের বিধবা স্ত্রী। বৃদ্ধা এই বিধবা মেয়ে সন্তান নিয়ে অন্যের জায়গায় আশ্রয়ে আছেন । সমাজ সেবা অধিপ্তর থেকে কোন রকম সাহা্য্য মিলেনি তার ভাগ্যে।

গেলো ২০২১ সালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা আবদুর রহমান ফাউন্ডডেশন বাংলাদেশ (এআরএফবি)’র বিক্ষোভ পুনর্বাসন প্রকল্পের আওতায় তাকে এককালীন নগদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা প্রদান করে। সংস্থাটির উদ্দেশ্য ছিলো তাকে ভিক্ষাবৃত্তি থেকে সরিয়ে আনা। ক্ষুদ্র ব্যবসা করে যেন তিনি চলতে পারেন।

চিকিৎসা ব্যয় ও দ্রব্যমূল্যের হার বৃদ্ধি পেয়ে অধিক হওয়ার ফলে তিনি তা বেশি দিন চালিয়ে যেতে পারেননি। তার একমাত্র মেয়ে মঞ্জুরা আক্তার। এই বৃদ্ধ মা ও তার ছেলে নিয়ে খুবই কষ্টে জীবন যাপন করছে। এ অবস্থায় হতদরিদ্র ওই নারীকে খেয়ে না–খেয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। মা ও মেয়ের দাবি সরকারিভাবে কোনো সাহায্য পেলে ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে সুস্থ ও স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে পারবে। মাস্টারের মার দাবি সরকারী ভাবে একটু আশ্রয় পেলে বাকি জীবন ভালভাবে চলতে পারবে।

দীর্ঘ ত্রিশ বছরের ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান মাষ্টারের মা।

শেয়ার