Top
সর্বশেষ
আজ থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু দিল্লিতে বিজেপি প্রার্থীর কাছে কেজরিওয়ালের হার ভারতের মিডিয়ায় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব ছাত্রদের ওপর মোজাম্মেল বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফের মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ১০ ইসরায়েলকে ৭.৪ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র তিন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি আজ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ এবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহত ১৫

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নয়া কমিটি

১০ মার্চ, ২০২২ ১১:২১ পূর্বাহ্ণ
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নয়া কমিটি
দিদারুল আলম ,চট্টগ্রাম :

চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে দেবাশীষ নাথ দেবু এবং সাধারণ সম্পাদক পদে আজিজুর রহমান আজিজ নির্বাচিত হয়েছেন।

সভাপতি-সাধারণ সম্পাদক দুজনই নগরীর রাজনীতিতে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।

গত বুধবার (৯ মার্চ) রাত ১২টায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুল রহমান বাবু স্বাক্ষরিত কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির মেয়াদ থাকবে তিন বছর। আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হবে বলে উল্লেখ্য করা হয়েছে।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, ‘আপতত ২০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। এ কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।’

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে আছে হেলাল উদ্দিন, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবু হাসনাত মো বেলাল, অ্যাডভোকেট তসলিম উদ্দিন, সুজিত দাস, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজিজ মিছির, আজাদ খান অভি, আব্দুর রশিদ লোকমান ও মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সাইফুদ্দীন, আবদুল্লাহ আল মামুন ও সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন।

১৯ জনের কমিটিতে মাছুদ খান, মো. সালাউদ্দিন (শেরশাহ) ও দেবাশিষ আর্চায্যকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। প্রচার সম্পাদক হয়েছেন তাছাদ্দেক নূর চৌধুরী অপু।

এর আগে গত বছরের ১৯ জুন অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি পদে ৪৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৩২ জন ফরম জমা দিয়ে ছিলেন। পরে সমঝোতার ভিত্তিতে কমিটি না হওয়ায় দীর্ঘ সাত মাস পর কেন্দ্র থেকে মধ্যরাতে ২০ সদস্যের আংশিক কমিটি ঘোষিত হল।

২০০১ সালে স্বেচ্ছাসেবক লীগের ২১ সদস্যের কমিটি গঠিত হলেও গত ২০ বছরেও অ্যাড. জিয়া উদ্দীন আহমদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি।

শেয়ার