Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

চবি ছাত্রলীগের সংঘর্ষ :  হলে তল্লাশিতে অস্ত্র উদ্ধার

১০ মার্চ, ২০২২ ১২:১২ অপরাহ্ণ
চবি ছাত্রলীগের সংঘর্ষ :  হলে তল্লাশিতে অস্ত্র উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর সোহরাওয়ার্দী ও শাহ আমানত আবাসিক হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় রামদা, লোহার পাইপ, গুলতি, বটি, ছুরি ও কাচের বোতল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার দিবাগত রাত ১২ থেকে ২টা পর্যন্ত পুলিশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগের দুই উপগ্রুপ বিজয় এবং সিএফসির মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন ছাত্রলীগকর্মী আহত হয়। পরে গভীর রাতে শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলে আড়াই ঘণ্টার অভিযান চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

অভিযানে সোহরাওয়ার্দী হল থেকে ২টি রামদা, ৬/৭টি ক্রিকেট খেলার স্টাম, কিছু কাচের বোতল এবং শাহ আমানত হল থেকে ৩টি রামদা, একটি বিদেশী খালি মদের বোতল, ১৬টি লোহার পাইপ, রড ও ৩টি বটি উদ্ধার করে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া জানান, দুই দিনের মারামারির ঘটনায় আমরা রাতে দুইটি আবাসিক হলে তল্লাশি চালায়। এ সময় বেডের নিচ থেকে বেশ কিছু ধারালো রামদা, কিরিচ, বটি ও লোহার রড উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা হয়নি।

মারামারি ঘটনার বিষয়ে প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘দুই দিনের মারামারির ঘটনায় কেউ কোনো অভিযোগও করেনি। আমরা অভিযোগ দিতে বলেছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।’

শেয়ার