রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নিকট ঐতিহ্য প্রকাশিত সৈয়দ শামসুল হকের ৩৫ খণ্ডের রচনাসমগ্র হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) রাত ৮টায় বঙ্গভবনে এই রচনাসমগ্র হস্তান্তর করা হয়। ঐতিহ্য প্রকাশনির প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম এ তথ্য জানান।
৩৫ খণ্ডে বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সমুদয় রচনাসমগ্র নিয়ে এসেছে প্রকাশনা সংস্থা ঐতিহ্য। ১৯ হাজার ১১২ পৃষ্ঠার রচনাসমগ্রটি বাংলা সাহিত্য এবং প্রকাশনার ইতিহাসে অন্যতম বড় একটি রচনাসমগ্র।
বঙ্গবভনে রাষ্ট্রপতির কার্যালয়ে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সহধর্মিণী কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম এবং সৈয়দ শামসুল হকের পুত্র দ্বিতীয় সৈয়দ হক রাষ্ট্রপতির নিকট সদ্য প্রকাশিত রচনাসমগ্রটি হস্তান্তর করেন।