মিঠুন গোস্বামী, রাজবাড়ী :
জনবল সংকট, দুর্গন্ধময় পরিবেশ, অব্যবস্থাপনা, ডাক্তারদের অপেশাদার আচরণ ও বিশেষজ্ঞ ডাক্তার না থাকার কারণে রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আস্থা নেই রোগীদের।
অপরিচ্ছন্ন পরিবেশ ও নোংরা টয়লেটের দুর্গন্ধে অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতেই চান না। এক শ্রেণীর চিকিত্সকরাও সরকারি হাসপাতালের পরিবর্তে তাদের প্রাইভেট চেম্বারেই রোগী দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায়, নারী ও শিশু ওয়াড়ের টয়লেটে যেমন দুর্গন্ধে অন্য দিনে নেই আলোর ব্যবস্থা। চিকিৎসা সেবা নিয়ে আসা রোগীরা জানায় রাতে অন্ধকারের মধ্যে যেতে হয় ভয়ে ভয়ে টয়লেটে। রাতে হলে হসপিটাল মনে হয় ভুতুড়ে স্থান।
এছাড়াও রাতে কোন ওয়াডে আসেনা ডাক্তার কিংবা নার্সরা। অনেকেই অভিযোগ করে বলে নার্মরা তাদের রুমে বসে মাথার উকুন বাছে৷ এদের ডাকলেও সাড়া দেয় না।
উল্লেখ্য, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে নয়টি পদই শূন্য। জুনিয়র কনসালট্যান্ট গাইনি একজন থাকলেও শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে উপস্থিত থাকেন না। এছাড়া সংকট রয়েছে মেডিকেল অফিসারের।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইসি হাসান আত আব্দুল্লার সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিছিভ করেন নাই।
রাজবাড়ীর সিভিল সার্জন মো. ইব্রাহিম টিটন এর সাথে কথা হলে তিনি বলেন, এমনটা হওয়ায় কথা নয়। আমি ব্যবস্থা গ্রহণ করবো।