দালালের দৌরাত্ম্য, সরকারি ওষুধ চুরিসহ নানা অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সাঁড়াশি অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে অভিযান শুরু করে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর একটি টিম।
উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাতের নেতৃত্বে সংযুক্ত উপ-পরিচালক আবু সাঈদ ও সহকারী পরিচালক এনামুল হকসহ বেশ কয়েকজন অভিযানে অংশ নিয়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃহস্পতিবার দুপুর দেড়টায় হাসপাতালে কেন্দ্রীয় ওষুধাগারে অভিযান চালাচ্ছেন দুদক টিম। টিমের সদস্যরা স্টোরে ওষুধ আসা ও বিতরণের বিষয়টি পরিদর্শন করে দেখছেন।
দুদক টিম লিডার মো. নাজমুচ্ছায়াদাত জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট চালানো হচ্ছে। অভিযান শেষে বিষয়টি সম্পর্কে বলা যাবে।