Top
সর্বশেষ

সিএমএসএমই ঋণ বিতরণে গতি বাড়ানোর নির্দেশ

১০ মার্চ, ২০২২ ৯:০৮ অপরাহ্ণ
সিএমএসএমই ঋণ বিতরণে গতি বাড়ানোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক :

দ্বিতীয় ধাপের সিএমএসএমই ঋণ বিতরণের গতি বাড়ানোর জন্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে সিএমএসএমই ঋণ বিতরণ সংক্রান্ত একটি বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। অনুষ্ঠিত বৈঠকে সরকারি-বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) উপস্থিত ছিলেন।

মহামারি করোনাভাইরাসে অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় সিএমএসএমই খাতের জন্য দ্বিতীয় ধাপে প্রণোদান ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় ধাপে ১৯ হাজার ৩৪০ কোটি টাকার ক্ষুদ্র ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিলো বাংলাদেশ ব্যাংক। কয়েকটি ব্যাংক ছাড়া বাকি অধিকাংশ ব্যাংকগুলোর এ ঋণ বিতরণের হার ৪০ শতাংশের নিচে। এ ঋণ বিতরণ তদারকি আরও জোরদার করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, সিএমএসএমই দ্বিতীয় পর্যায় যে প্রণোদনা দেওয়া হয়েছে সেটার গতি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয় ব্যাংকগুলোকে। ব্যাংকগুলোকে যে পরিমাণ ঋণ বিতরণের টার্গেট দেওয়া হয়েছে, তা দ্রুত সময়ে শেষ করতে বলা হয়।

বৈঠকে আসন্ন  রমজানে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র (এলসি) সহজীকরণ করতে বলা হয়েছে।  এছাড়া রমজানের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মালামাল আমদানি অর্থায়নের ক্ষেত্রে মার্জিনের হার নূন্যতম পর্যায় রাখার নির্দেশ দিয়েছে।

এটিএম বুথ হ্যাকড থেকে কিভাবে নিরাপত্তা বজায় রাখা যায় এ বিষয়ে ব্যাংগুলোকে একটি নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, র‌্যাবের একজন প্রতিনিধি এটিএম বুথের সতর্কতার বিষয়ে সকল ব্যাংকের সিইওদের একটি নির্দেশনা দিয়েছে। কিভাবে তারা হ্যাকড হওয়া এটিএম বুথ থেকে রক্ষা পাবে।

এছাড়া গ্রাহকদের জামানতবিহীন ঋণ প্রদানে ব্যাংকগুলোকে দ্রুত বাস্তবায়ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার