Top
সর্বশেষ

রোজায় নিত্যপণ্য আমদানিতে এলসি মার্জিন প্রত্যাহার

১১ মার্চ, ২০২২ ১০:৩০ পূর্বাহ্ণ
রোজায় নিত্যপণ্য আমদানিতে এলসি মার্জিন প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় আমদানির ক্ষেত্রে এলসি মার্জিন প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে আমদানি ঋণপত্রের মার্জিনের হার নূন্যতম পর্যায় রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ ) রাতে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশের সকল তফসিল ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, আসন্ন রমজান উপলক্ষে ভোজ্যতেল,ছোলা, ডাল,মটর,পেঁয়াজ, মসলা,খেজুর, ফলমূল ও চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় আমদানির ক্ষেত্রে ঋণপত্রের মার্জিন হার নূন্যতম পর্যায় রাখতে হবে। এলসি খোলার ক্ষেত্রে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে কোনো মার্জিন ছাড়াই এলসি খোলা যাবে। একইসঙ্গে ব্যাংক গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে আমদানির ঋণপত্রের কমিশন নূন্যতম পর্যায় রাখতে হবে।
এতে আরও বলা হয়, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। সুবিধা আগামী ১০ মে পর্যন্ত বহাল থাকবে।
শেয়ার