Top
সর্বশেষ
আজ থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু দিল্লিতে বিজেপি প্রার্থীর কাছে কেজরিওয়ালের হার ভারতের মিডিয়ায় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব ছাত্রদের ওপর মোজাম্মেল বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফের মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ১০ ইসরায়েলকে ৭.৪ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র তিন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি আজ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ এবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহত ১৫

৫ পরিচালকের কারাদণ্ড ইলিয়াস ব্রাদার্সের

১১ মার্চ, ২০২২ ১০:৫৩ পূর্বাহ্ণ
৫ পরিচালকের কারাদণ্ড ইলিয়াস ব্রাদার্সের

ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় চট্টগ্রামের ব্যবসায়ী প্রতিষ্ঠান ইলিয়াছ ব্রাদার্স লিমিটেডের পাঁচ পরিচালককে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ইলিয়াছ ব্রাদার্স লিমিটেডের পরিচালক মো. সামশুল আলম, মো. নুরুল আবছার, মো. নুরুল আলম, কামরুন নাহার বেগম ও তাহমিনা বেগম।

আদালত সূত্রে জানা যায়, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখার ৮৫ কোটি ৫৮ লাখ ৮৬ হাজার ৯৯০ টাকার দাবিতে আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ২০১৩ সালের ২৭ নভেম্বর মামলাটি দায়ের করা হয়। অর্থঋণ আদালতের জারি মামলা নম্বর ৭৭/১৩।

আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বলেন, সাউথ ইস্ট ব্যাংকের মামলায় পাঁচজনকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

অর্থঋণের মামলায় গত ৬ মার্চ ও ১৮ নভেম্বর একই আদালত এ পাঁচ আসামিকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

শেয়ার