রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী, শ্যামপুর ও কেরানীগঞ্জ এলাকায় অনুমোদনহীন ও নকল রঙ, বৈদ্যুতিক তার ও মবিল উৎপাদনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে র্যাব-১০।
অভিযানে অনুমোদনহীন ও নকল রঙ, বৈদ্যুতিক তার ও মবিল উৎপাদন, মজুত ও বিক্রি করার প্রমাণ পাওয়ায় পাঁচ প্রতিষ্ঠানকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১১ মার্চ) সকালে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এসব তথ্য জানান। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা নকল রং, বৈদ্যুতিক তার ও মবিল উৎপাদন মজুদ ও বাজারজাত করে আসছিল বলে জানা যায়।
গতকাল (১০ মার্চ) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি দল ঢাকার কদমতলী, যাত্রাবাড়ী, শ্যামপুর ও কেরানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চালায়।
বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত নকল রং, বৈদ্যুতিক তার ও মবিল উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে শাহিন নিউরোলাক পেইন্টসকে নগদ ৬ লাখ টাকা, বেটার রোবিলাক পেইন্টসকে দেড় লাখ, নিউ বিবিআই তার ড্রইংকে এক লাখ টাকা, ইফসুফ মেটালকে এক লাখ টাকা ও আবদুল্লাহ্ ট্রেডার্সকে দুই লাখ টাকা জরিমানা করে।