Top
সর্বশেষ
আজ থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু দিল্লিতে বিজেপি প্রার্থীর কাছে কেজরিওয়ালের হার ভারতের মিডিয়ায় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব ছাত্রদের ওপর মোজাম্মেল বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফের মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ১০ ইসরায়েলকে ৭.৪ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র তিন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি আজ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ এবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহত ১৫

নকল তার-রঙ উৎপাদন ৫ প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা

১১ মার্চ, ২০২২ ১২:২৬ অপরাহ্ণ
নকল তার-রঙ উৎপাদন ৫ প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা

রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী, শ্যামপুর ও কেরানীগঞ্জ এলাকায় অনুমোদনহীন ও নকল রঙ, বৈদ্যুতিক তার ও মবিল উৎপাদনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে র‍্যাব-১০।

অভিযানে অনুমোদনহীন ও নকল রঙ, বৈদ্যুতিক তার ও মবিল উৎপাদন, মজুত ও বিক্রি করার প্রমাণ পাওয়ায় পাঁচ প্রতিষ্ঠানকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১১ মার্চ) সকালে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এসব তথ্য জানান। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা নকল রং, বৈদ্যুতিক তার ও মবিল উৎপাদন মজুদ ও বাজারজাত করে আসছিল বলে জানা যায়।

গতকাল (১০ মার্চ) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‍্যাব-১০ এর সমন্বয়ে একটি দল ঢাকার কদমতলী, যাত্রাবাড়ী, শ্যামপুর ও কেরানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চালায়।

বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত নকল রং, বৈদ্যুতিক তার ও মবিল উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে শাহিন নিউরোলাক পেইন্টসকে নগদ ৬ লাখ টাকা, বেটার রোবিলাক পেইন্টসকে দেড় লাখ, নিউ বিবিআই তার ড্রইংকে এক লাখ টাকা, ইফসুফ মেটালকে এক লাখ টাকা ও আবদুল্লাহ্ ট্রেডার্সকে দুই লাখ টাকা জরিমানা করে।

শেয়ার