Top
সর্বশেষ
আজ থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু দিল্লিতে বিজেপি প্রার্থীর কাছে কেজরিওয়ালের হার ভারতের মিডিয়ায় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব ছাত্রদের ওপর মোজাম্মেল বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফের মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ১০ ইসরায়েলকে ৭.৪ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র তিন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি আজ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ এবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহত ১৫

বনানীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে, নিহত ১

১১ মার্চ, ২০২২ ১২:৩২ অপরাহ্ণ
বনানীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে, নিহত ১

রাজধানীর বনানীর বিসিপিএস কলেজের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে কাজী আমিনুল হক (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন (৩৫)নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার উপ-পরিদর্শক এসআই সাইফুল আলম বলেন, আহত সুমনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, তাদের বাসা মহাখালী এলাকায়। আমিনুলের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বনানী থেকে গুরুতর আহত অবস্থায় দু’জনকে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে একজন নিহত হয়েছেন, আরেকজনের চিকিৎসা চলছে। বিষয়টি বনানী থানা পুলিশ তদন্ত করছে।

 

শেয়ার