Top
সর্বশেষ
আজ থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু দিল্লিতে বিজেপি প্রার্থীর কাছে কেজরিওয়ালের হার ভারতের মিডিয়ায় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব ছাত্রদের ওপর মোজাম্মেল বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফের মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ১০ ইসরায়েলকে ৭.৪ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র তিন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি আজ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ এবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহত ১৫

নেত্রকোণায় আমন ধান সংগ্রহের অভিযান ব্যর্থ

১১ মার্চ, ২০২২ ৩:০০ অপরাহ্ণ
নেত্রকোণায় আমন ধান সংগ্রহের অভিযান ব্যর্থ
নেত্রকোণা প্রতিনিধি :

অ্যাপে নিবন্ধন, লটারি সংক্রান্ত ঝামেলা আর দামে বেশি না পাওয়ায় কৃষকরা এবার নেত্রকোণার সরকারি গুদামসমূহে আমন ধান বেচতে আসেননি। ফলে এখানকার সরকারি গুদামে আমন ধান সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রার এক শতাংশও পূরণ হয়নি।

জেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, এবার জেলার ১০ উপজেলার ১৩ গুদামে সাত হাজার ১২৫ মেট্রিক টন আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ১৫ নভেম্বর থেকে ২৮ ফেব্রæয়ারি পর্যন্ত ওই লক্ষমাত্রা অর্জন করার কথা ছিল। কিন্তু নির্ধারিত তারিখ পেরিয়ে গেলেও ধান কেনা হয়েছে মাত্র ১৫ দশমিক ৩৬০ মেট্রিক টন। এ হিসেবে লক্ষ্যমাত্রার এক শতাংশ ধানও সংগ্রহ হয়নি বলে জানিয়েছে নেত্রকোণা খাদ্য বিভাগ।

নেত্রকোণা কৃষি বিভাগের উপ-পরিচালক এস এম মোবারক আলী জানান, এবারের আমন মৌসুমে জেলায় এক লাখ ২৫ হাজার ১৪৯ হেক্টর জমিতে প্রায় পাঁচ লাখ মেট্রিক টন আমন উৎপাদন হয়েছে।

কৃষকরা জানিয়েছেন, গুদামে ধান দিতে প্রথমে অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হয়। এ কাজে অধিকাংশ কৃষকই পারদর্শী নয়। নিবন্ধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লটারি হয়। লটারিতে নির্বাচিতরাই মূলত গুদামে ধান দিতে পারেন। আবার গুদামে ধান দিতে হলে সঠিক আদ্রতা, পরিবহন খরচসহ গুণগত মান যাচাইয়ের জটিলতায় পড়তে হয়। ফলে গুদামে ধান দিতে আগ্রহ হারাচ্ছে কৃষক।

এছাড়া সরকারি মূল্য আর বাজার মূল্য প্রায় কাছাকাছি হওয়ায় কৃষক গুদামে ধান দিতে অনেকাংশে অনাগ্রহী। নেত্রকোণা জেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সদস্য সচিব ও জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মোস্তফা বলেন, বাজার মূল্য ও গুদামের ধানের দাম প্রায় সমান। কিছু কিছু বাজারে গুদামের চেয়ে বেশি দাম পাচ্ছেন কৃষক। এ কারণে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তবে, এবার নেত্রকোণা জেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ হয়েছে।

শেয়ার