Top
সর্বশেষ

মুক্তি পাচ্ছে ঋষি কাপুরের শেষ সিনেমা

১১ মার্চ, ২০২২ ৩:২৬ অপরাহ্ণ
মুক্তি পাচ্ছে ঋষি কাপুরের শেষ সিনেমা

গত দুই বছরে বলিউড বেশ কয়েকজন গুণী শিল্পীকে হারিয়েছে। সে তালিকায় আছেন অনেক খ্যাতিমার অভিনেতারাও। যারা সিনেমা জগতে তাদের প্রতিভার উজ্জ্বল আলো ছড়িয়ে গেছেন। তাদের মৃত্যু তৈরি করে রেখেছে গভীর শূন্যতা।

সেই তারকাদের একজন ঋষি কাপুর। যিনি অভিনয় জগতের এক অন্যান্য নাম। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে। তার ভক্ত ও স্বজনদের কাঁদিয়ে ২০২০ সালের ৩০ এপ্রিল পৃথিবীর মায়া ত্যাগ করেন এই অভিনেতা।

অভিনেতা ঋষি কাপুরের প্রতি সম্মান জানিয়ে প্রাইম ভিডিও তার অভিনীত শেষ সিনেমা ‘শর্মাজি নামকিন’- এর ওয়ার্ল্ড প্রিমিয়ার ঘোষণা করেছে।

সিনেমাটির পরিচালনা করেছেন হিতেশ ভাটিয়া এবং প্রযোজনা করেছেন রীতেশ সিধওয়ানি। সিনেমাতে ঋষি কাপুর ছাড়া আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, জুহি চাওলা, সুহেল নায়ার, তারুক রায়না, সতীশ কৌশিক, শীবা চাড্ডা এবং ইশা তলওয়ার।

‘শর্মাজি নামকিন’ প্রথম হিন্দি সিনেমা যেখানে দুই অভিনেতা ঋষি কাপুর এবং পরেশ রাওয়াল
দুজন মিলে একটি চরিত্রে অভিনয় করেছেন। কাপুরের আকস্মিক মৃত্যুতে তার চরিত্রটিতে অভিনয় করেছেন পরশ রাওয়াল।

একজন অবসরপ্রাপ্ত ব্যক্তির আত্ম-উপলব্ধি এবং নিজেকে নতুনভাবে আবিষ্কার করার হৃদয়গ্রাহী গল্প নিয়ে নির্মিত ‘শর্মাজি নামকিন’। যিনি একটি দাঙ্গাবাজ মহিলাদের কিটি সার্কেলে যোগদানের পর রান্নার প্রতি তার আবেগ অনুভব করেন।

৩১ মার্চ থেকে বিশ্বের ২৪০টি দেশ ও অঞ্চল জুড়ে প্রাইম ভিডিওতে সিনেমাটি দেখা যাবে।

শেয়ার