Top
সর্বশেষ
আজ থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু দিল্লিতে বিজেপি প্রার্থীর কাছে কেজরিওয়ালের হার ভারতের মিডিয়ায় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব ছাত্রদের ওপর মোজাম্মেল বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফের মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ১০ ইসরায়েলকে ৭.৪ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র তিন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি আজ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ এবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহত ১৫

হাজারীবাগে স্কুলছাত্রের আত্মহত্যা

১১ মার্চ, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ
হাজারীবাগে স্কুলছাত্রের আত্মহত্যা

রাজধানীর হাজারীবাগে তানভীর (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে গজমহল এলাকায় এই ঘটে।

তানভীরের ভাই সাগর বলেন, রায়ের বাজার হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল তানভীর। দুপুরে নামাজে যাওয়ার আগে সে গোসলে যায়। অনেক সময় পার হয়ে গেলে পরে বাহির থেকে উঁকি দিয়ে দেখি, গলায় গামছা পেঁচিয়ে ফাঁস নিয়েছে। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমার ছোট ভাই কেন ফাঁসি দিয়েছে সে বিষয়ে কিছু বলতে পারি না। পরিবারের কারো সাথে তার কোনো মনোমালিন্য বা ঝগড়া হয়নি। আমরা হাজারীবাগ থানার গজমহল এলাকার ৮১ নম্বর বাসায় ভাড়া থাকি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানাকে জানিয়েছি।

শেয়ার