Top
সর্বশেষ
আজ থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু দিল্লিতে বিজেপি প্রার্থীর কাছে কেজরিওয়ালের হার ভারতের মিডিয়ায় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব ছাত্রদের ওপর মোজাম্মেল বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফের মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ১০ ইসরায়েলকে ৭.৪ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র তিন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি আজ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ এবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহত ১৫

বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির কাছে

১২ মার্চ, ২০২২ ১২:১৮ অপরাহ্ণ
বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির কাছে

অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও লরেনকোর কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের হাইকমিশনার মাসুদুর রহমান। তিনি দেশটির ‘সমদূরবর্তী’ হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন।

শুক্রবার (১১ মার্চ) অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় প্রেসিডেন্ট প্যালেসে দেশটির রাষ্ট্রপতির কাছে হাইকমিশনার তার পরিচয়পত্র পেশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালন করা মাসুদুর রহমান অ্যাঙ্গোলার লুয়ান্ডায় প্রেসিডেন্ট প্যালেসে দেশটির রাষ্ট্রপতি জোয়াও লরেনকোর কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

চলতি বছরের শুরুর মাসের শেষের দিকে মাসুদুর রহমানকে নাইজেরিয়ার হাইকমিশনার করার সিদ্ধান্ত নেয় সরকার। এর আগে তিনি বেইজিংয়ে ডেপুটি চিফ অব মিশন হিসেবে নিয়োজিত ছিলেন।

মাসুদুর রহমান পররাষ্ট্র সার্ভিসের ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি মানামা, মস্কো, টোকিও দুবাইয়ের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়েও বিভিন্ন উইংয়ে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার