অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও লরেনকোর কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের হাইকমিশনার মাসুদুর রহমান। তিনি দেশটির ‘সমদূরবর্তী’ হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন।
শুক্রবার (১১ মার্চ) অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় প্রেসিডেন্ট প্যালেসে দেশটির রাষ্ট্রপতির কাছে হাইকমিশনার তার পরিচয়পত্র পেশ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালন করা মাসুদুর রহমান অ্যাঙ্গোলার লুয়ান্ডায় প্রেসিডেন্ট প্যালেসে দেশটির রাষ্ট্রপতি জোয়াও লরেনকোর কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
চলতি বছরের শুরুর মাসের শেষের দিকে মাসুদুর রহমানকে নাইজেরিয়ার হাইকমিশনার করার সিদ্ধান্ত নেয় সরকার। এর আগে তিনি বেইজিংয়ে ডেপুটি চিফ অব মিশন হিসেবে নিয়োজিত ছিলেন।
মাসুদুর রহমান পররাষ্ট্র সার্ভিসের ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি মানামা, মস্কো, টোকিও দুবাইয়ের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়েও বিভিন্ন উইংয়ে দায়িত্ব পালন করেছেন।