Top
সর্বশেষ

ব্রাজিল-আর্জেন্টাইনের গোলে সেমিফাইনালে বসুন্ধরা কিংস

০৩ জানুয়ারি, ২০২১ ৬:৪৫ অপরাহ্ণ
ব্রাজিল-আর্জেন্টাইনের গোলে সেমিফাইনালে বসুন্ধরা কিংস
স্পোর্টস ডেস্ক :

ব্রাজিল-আর্জেন্টাইন ফুটবলারের যুগলবন্দীতে ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। রোববার (৩ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় কোয়ার্টার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন কিংস ২-০ ব্যবধানে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। প্রথম গোল আর্জেন্টাইন রাউল অস্কারের, দ্বিতীয়টি ব্রাজিলের রবসন সিলভার।

শক্তিতে শেখ জামালের চেয়ে এগিয়েছিল বসুন্ধরা কিংস। ব্রাজিল-আর্জেন্টাইনদের নিয়ে গড়া তাদের আক্রমণভাগ মাঠেও তার প্রভাব রেখেছে। তবে গতবারের চ্যাম্পিয়নদের চেয়ে শক্তিমত্তায় জামাল পিছিয়ে থাকলেও তারা শেষ পর্যন্ত লড়ে গেছে। তাদের তিন বিদেশিই মূলতঃ ওপর-নিচে ওঠানামা করে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছেন।

বসুন্ধরা কিংস অবশ্য প্রতিপক্ষের ফরোয়ার্ডদের গোলের সুযোগ দেয়নি। নিজেদের করা গোল ধরে রেখে ২-০ ব্যবধানের জয় নিয়ে তারা তৃতীয় দল হিসেবে উঠলো শেষ আটে।

১০ মিনিটে ব্রাজিলিয়ান জোনাথনের ক্রসে নিঁখুত ফিনিশিংয়ে বসুন্ধরা কিংসকে এগিয়ে দেন আর্জেন্টাইন রাউল অস্কার। শেষ মিনিটে ব্যবধান ২-০ করা গোলটি আসে ব্রাজিলের রবসন সিলভার দুর্দান্ত ফ্রি-কিকে। এ ফ্রি-কিকটিও কিংস পেয়েছিল আর্জেন্টিনা-ব্রাজিলের দুই ফরোয়ার্ডের আক্রমণ থেকে। জামালের গোলরক্ষক মামুন খান বক্সের একটু বাইরে এসে ফাউল করলে ফ্রি-কিক পেয়েছিল কিংস।

কিংসের জয়ের ব্যবধান আরো বড় হতে পারতো। কিন্তু দ্বিতীয়ার্ধে আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউলের শট পোস্টে লেগে ফিরে এলে দ্বিতীয় গোল থেকে বঞ্চিত হয় জামাল।

সোমবার ফেডারেশন কাপের শেষ কোয়ার্টার ফাইনাল। বিকেল ৪ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১১ বারের চ্যাম্পিয়ন আবাহনী খেলবে উত্তরবারিধারা ক্লাবের বিরুদ্ধে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে খেলবে বসুন্ধরা কিংসের বিপক্ষে।

শেয়ার