সাফ অনূর্ধ্ব-১৮ মেয়েদের চ্যাম্পিয়নশিপ খেলার জন্য বাংলাদেশ দল এখন ভারতের জামশেদপুরে। সেখানে গিয়ে দুঃসংবাদ শুনতে হয়েছে বাংলাদেশ দলের। করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন দুই কর্মকর্তা ও এক ফুটবলার। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
অনূর্ধ্ব ১৮ ফুটবল দল গত শুক্রবার-ই সেখানে পৌঁছেছে। বর্তমান অবস্থায় সবার পরবর্তী কোভিড পরীক্ষা না করা পর্যন্ত হোটেল কক্ষে অবস্থান করতে হবে। তাছাড়া থাকতে হবে আইসোলেশনেও। তবে কারও মধ্যে কোনও ধরনের লক্ষণ নেই। এমনকি করোনার দুই ডোজ টিকা দেওয়া আছে সবারই।
তিন দল নিয়ে হবে এবারের ছোটদের সাফ চ্যাম্পিয়নশিপ। স্বাগতিক ভারত ছাড়াও খেলবে বাংলাদেশ, নেপাল। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ মার্চ, প্রতিপক্ষ নেপাল। দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে ১৯ মার্চ, ২৩ মার্চ ফিরতি ম্যাচে আবারও মুখোমুখি হবে নেপালের। শেষ ম্যাচ ভারতের বিপক্ষে ২৫ মার্চ। টুর্নামেন্টে শীর্ষ পয়েন্টধারী দলের হাতে উঠবে ট্রফি। একাধিক দলের পয়েন্ট সমান হলে তখন হেড টু হেড ফল বিবেচ্য হবে।