Top

রোনালদোকে ছাড়া রাতটা আলাদা হতো ইউনাইটেডের

১৩ মার্চ, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ
রোনালদোকে ছাড়া রাতটা আলাদা হতো ইউনাইটেডের
স্পোর্টস ডেস্ক :

অনেকটা একাই ব্যবধান গড়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দলের তিন গোলের সবগুলোই করেছেন তিনি। টটেনহ্যামের বিপক্ষে তাতে ৩-২ গোলের জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শেষে স্পার্স কোচ অ্যান্তেনিও কন্তেও বললেন, রোনালদো না থাকলে রাতটা আলাদা হতো ইউনাইটেডের জন্য।

নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের প্রথম হ্যাটট্রিক পেয়েছিলেন রোনালদো। ১৪ বছর ৫৯ দিন পর পেলেন টটেনহ্যামের বিপক্ষে। প্রিমিয়ার লিগের ইতিহাসে দুই হ্যাটট্রিকের মাঝে এটাই সবচেয়ে বড় সময়ের ব্যবধান। ২০০৯-১০ মৌসুম থেকে প্রতিটি মৌসুমেই পর্তুগিজ তারকা পেয়েছেন হ্যাটট্রিক।

কন্তের কথায় স্পষ্ট, রোনালদোর কাছেই হেরে গেছেন তারা। ম্যাচশেষে স্কাই স্পোর্টসকে তিনি বলেছেন, ‘আমরা এমন একজনকে ফুটবলারকে নিয়ে কথা বলছি, সে শুধু এই রাতের না, সবসময়ের সেরা খেলোয়াড়। ভুলে যাবেন না মেসি ও রোনালদো এই যুগের দুজন সেরা খেলোয়াড়। আগে এটা ছিল ম্যারাডোনা ও পেলে।’

‘আপনি ভালো করেই জানেন যখন এই ধরনের খেলোয়াড়ের বিপক্ষে খেলবেন, তারা ভাগ্য গড়ে দিতে পারে। আমার মনে হয় সত্যি বলতে, ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া ইউনাইটেডের জন্য আজকের রাতটা ভালো হতো না।’

ম্যাচটা যে এমনিতে কঠিন ছিল স্বীকার করেছেন কন্তে, ‘এটা কঠিন স্টেডিয়াম, কঠিন পরিবেশ, ইউনাইটেডের মতো শক্তিশালী দল। আমার মনে হয় হারটা আমাদের প্রাপ্য ছিল না। আমাদের দেখতে হবে কোথায় উন্নতি করা যায়।’

নিজের হ্যাটট্রিক নিয়ে ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘খুবই খুশি ওল্ড ট্রাফোর্ডে ফিরে প্রথম হ্যাটট্রিক করতে পেরে। মাঠে ফিরে দলের গোল করে দলকে সাহায্য ও জয়ের জন্য চেষ্টা করার অনুভূতিকে হারানো কোনো কিছুর পক্ষেই সম্ভব না। আমরা আবারও প্রমাণ করেছি নিজেদের দিনে যে কাউকে হারাতে পারি যতক্ষণ আমরা কঠোর পরিশ্রম করব এবং সবাই একসঙ্গে থাকব।’

শেয়ার