Top
সর্বশেষ

ধুনটে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

১৩ মার্চ, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ
ধুনটে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা :

বগুড়ার ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। রোববার দুপুরের দিকে উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী বাদি হয়ে থানায় এ অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা নবাব আলী উপজেলার বেড়েরবাড়ি গ্রামের আবুল হোসেন মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বেড়ের বাড়ি এলাকায় সেমি অটো রাইচ মিল ও চাতালের ব্যবসায় করে আসছেন। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম মেসার্স তিন ভাই ট্রেডার্স এন্ড সেমি অটো রাইচ মিল।

রাজনৈতিক সুসম্পর্ক থাকায় নবাব আলী ২০২০ সালের ২৬ এপ্রিল উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনকে ডিও লেটারের মাধ্যমে বাঁকিতে ২ মেট্রিক টন চাল দেন। যার মূল্য ৯০ হাজার টাকা। পরবর্তীতে ওই বছরের মে মাসের ১৪ তারিখে পুনরায় বাঁকিয়ে ২ মেট্রিক টন চাল দেন। যার মূল্য ৯০ হাজার টাকা।

দুই দফায় তিনি মোট ১ লাখ ৮০ টাকার চাল আব্দুল হাই খোকনকে বাঁকীতে দেন। নবাব আলী পাওনা টাকা চাইতে গেলে দিব দিচ্ছি বলে সময় নেন আব্দুল হাই খোকন। এরপর প্রায় ১১ মাস অতিবাহিত হলেও আব্দুল হাই খোকনের কাছ থেকে বকেয়া টাকা আদায় করতে পারেনি নবাব আলী।

আওয়ামী লীগ নেতা নবাব আলী পাওনা টাকা আত্মসাতের অভিযোগ এনে উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের বিরুদ্ধে রোববার দুপুরের দিকে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন বলেন, তিনি নবাব আলী কাছ থেকে বাঁকী চাল ক্রয় করেছেন। তার কাছে পাওনা টাকা চাওয়া হয়নি। টাকা চাইলে দিয়ে দেয়া হবে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, অর্থ আত্মাসাতের একটি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার