Top
সর্বশেষ

মুক্তিপন দিয়েও বেনাপোলে মিললো চাঁদপুরের যুবকের লাশ

১৩ মার্চ, ২০২২ ৬:৪১ অপরাহ্ণ
মুক্তিপন দিয়েও বেনাপোলে মিললো চাঁদপুরের যুবকের লাশ
আশিক বিন রহিম, চাঁদপুর :

চাঁদপুরের নিখোঁজ ব্যবসায়ী হান্নান মৃধার (৩৭) কে জীবিত ফেরত দিতে ১লক্ষ টাকা মুক্তিপন চাওয়া হয়। বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা পরিশোধ করে তার পরিবার। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। অবশেষে ১৩ দিন পর যশোরের বেনাপোলে মিলেছে তার লাশ।

হান্নান মৃধা চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিষ্ণুদী মৃধা বাড়ি এলাকার আবুল হোসেন মৃধার ছে‌লে। শহরের বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তার একটি মুদি দোকান ছিলো তার।

পরিবারের সদস্যরা জানায়, ১৩ মার্চ রোববার সকাল ৯ টায় যশোরের শার্শা থানা পুলিশ খবর পেয়ে একটি গাছে সাথে ঝুলন্ত অবস্থায় হান্নানের মরদেহ উদ্ধার করে। পরে চাঁদপুরে হান্নানের বাড়িতে খবর দিলে দুপুর ১টায় পরিবারের সদস্যরা লাশ আনতে যশোরের উদ্দেশ্যে রওনা দেয়।

তারা আরোও জানায়, গত ১ মার্চ দুপুর ১টার দিকে হান্নান দোকান বন্ধ করে তার শ্বশুড় বা‌ড়ি চাঁদপুর সদর উপ‌জেলার বিষ্ণপুর ইউ‌নিয়‌নের ৫নং ওয়া‌র্ডের প্রধা‌নিয়া বা‌ড়িতে শিশু পুত্র সন্তানকে দেখতে যায়। শ্বশুড় বাড়ি থে‌কে ফেরার প‌থে সে নি‌খোঁজ হয়।

জানা যায়, ৭ মার্চ রাত ৩ টা থেকে বেনাপোল থেকে অচেনা ব্যাক্তিরা মোবাইলে কল দিয়ে নিখোঁজ হান্নান তাদের কাছে বলে জানায়। তাকে ফিরে পেতে মুক্তিপণ ১ লাখ টাকা চাওয়া হয়। হান্নানের ভাই ও আত্মীয় স্বজনরা তাদের কথা বিশ্বাস করে নিখোঁজ হান্নানকে তাদের সাথে কথা বলতে বললে হান্নান কান্না জড়িত কণ্ঠে বলেছিল ভাই আমাকে বাঁচান। তারপর তারা চাঁদপুর মডেল থানায় একটি নিখোঁজ ডায়রী করেন। তবে ৫০ হাজার টাকা পরিবাবের পক্ষ থেকে বিকাশ করা হয় বলে জানা যায়।

এদিকে অপহরণের পর হত্যা করা আনন্দের পরিবারের এবং এলাকাবাসী বিচারের দাবিতে রোববার বিকেলে মানববন্ধন করেছে। হান্নান অপহরণ ও হত্যার বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

শেয়ার