Top
সর্বশেষ

মাগুরার মহম্মদপুরে আগুনে বাড়ী ভষ্মিভুত

১৪ মার্চ, ২০২২ ১:৫৫ অপরাহ্ণ
মাগুরার মহম্মদপুরে আগুনে বাড়ী ভষ্মিভুত
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের কাশেম হাওলাদার এর বাড়িতে আজ সোমবার ভোর ৫টার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ব্ড়ীর সব মালামাল পুড়ে ভষ্মিভুত হয়েছে।

কাশেম হাওলাদারের মেয়ে উর্মি খাতুন (১৫) জানায়, মশার কয়েল থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়ে পরবর্তীতে গ্যাসের সিলিন্ডারে ধরে যায় মুহূর্তের মধ্যেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে ।

উর্মি আরো জানায়, সে তার মা এবং খালা ঘুমিয়ে ছিলো। ঘরের চারিপাশে আগুনের ধোঁয়া ও তাপে তাদের ঘুম ভেঙ্গে যায়। আগুনের ভয়াবহতায় ঘরের মধ্যে থাকা কোন আসবাবপত্র মালামাল, নগদ টাকা কোন কিছুই বেরর করা সম্ভব হয়নি। ঘরটি চোখের পলকে ধসে পড়ে। তাদের চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশী ও নামাজ পড়তে আসা মুসল্লিরা এসে আগুন নেভাতে সক্ষম হয়।

আগুনে পুড়ে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার