Top
সর্বশেষ

হাজীগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে এক বছরের বিনাশ্রমে কারাদন্ড

১৪ মার্চ, ২০২২ ২:০৩ অপরাহ্ণ
হাজীগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে এক বছরের বিনাশ্রমে কারাদন্ড
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

ফ্রিজে দুর্গন্ধযুক্ত পঁচা ও বাসি খাদ্যদ্রব্য বিক্রয়ের অপরাধে হাজীগঞ্জ বাজারের বসুন্ধরা হোটেলের মালিক জাকির হোসেন ও পাতানিশ বাজারের একটি মুদি দোকানের মালিক মো. গোলাম মোস্তফাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।

রবিবার (১৩ মার্চ) চাঁদপুর চীফ জুডিশিয়াল আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসাইন এই রায় প্রদান করেন। রায়ে বলা হয়েছে, বসুন্ধরা চাইনিজ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৩ ধারায় মামলা দায়ের করা হয়।

গেল ২০২০ সালের ২৬ নভেম্বর হাজীগঞ্জ বাজারে বিশুদ্ধ খাদ্য আদালত এর অভিযানে এই মামলা হয়। ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সামছুল ইসলাম রমিজ।

এছাড়া হাজীগঞ্জ উপজেলার পাতানিশ বাজারের মুদি ব্যবসায়ী খান ভ্যারাইটিজ স্টোরে মেয়াদউর্ত্তীণ পণ্য রাখার দায়ে মালিক গোলাম মোস্তফাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয় একই আদালত। পরে তাদের দুই মালিককে আপিল শর্তে জামিন দিয়েছেন বিচারক।

 

 

 

শেয়ার