Top
সর্বশেষ

হাজীগঞ্জে দুই শিক্ষার্থী পেলো নগদ অর্থ

১৪ মার্চ, ২০২২ ৪:৩০ অপরাহ্ণ
হাজীগঞ্জে দুই শিক্ষার্থী পেলো নগদ অর্থ
হাজীগঞ্জ প্রতিনিধি :

হাজীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও পপুলার বিডিনিউজের প্রধান সম্পাদক খালেকুজ্জামান শামীমের উদ্যোগে উপজেলার কাকৈরতলা জনতা কলেজের একাদশ শ্রেণীর এক শিক্ষার্থীকে বই ও দ্বাদশ শ্রেণীর এক শিক্ষার্থীকে আর্থিক সহোযোগিতা করা হয়েছে।

সোমবার সকালে কাকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মনিরুল হক পাটোয়ারির উপস্থিতে কলেজের অফিস রুমে দুই শিক্ষার্থীর হাতে নগদ অর্থ ও বই তুলে দেয়া হয়।ওই সময় সাংবাদিক খালেকুজ্জামান শামীম বলেন, ভবিষ্যতে চেয়ারম্যান, মেম্বার হতে নয় মৃত্যুর পর মানুষের মানুষের মাঝে বেঁচে থাকতে এই উদ্যোগ। যেখানেই দরিদ্র শিক্ষার্থীর কিছু প্রয়োজন হয় নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যাক্তির অর্থায়নে তাদের সাহায্য করার চেষ্টা করি। ওইসময় তিনি দরিদ্র আরো ১০ জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী দেওয়ার আশ্বাস দেন।

তার এই উদ্যোগকে সাধুবাদ ও তার প্রতি কৃতজ্ঞতা জানান কাকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মনিরুল হক পাটোয়ারী।

ওই সময় উপস্থিত ছিলেন, কলেজের সহকারি অধ্যাপক আবুল কালাম, কবির হোসেন, মো. আমিনুর রহমান, মো. মনির হোসেন গাজী, তাপস বিহারি দাস, নুরুল আলম ভুইয়া, মো নজরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ, এর আগেও একাধিক শিক্ষার্থীকে ফরম পূরনের টাকা, অসহায় পরিবারকে আর্থিক সহোযোগিতা ও ত্রান সামগ্রী বিতরণ করেছেন তিনি।

শেয়ার