Top
সর্বশেষ

বিএনপির ১৭ নেতাকর্মী কারাগারে

১৪ মার্চ, ২০২২ ৬:২৫ অপরাহ্ণ
বিএনপির ১৭ নেতাকর্মী কারাগারে
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ জেলা বিএনপির ১৭ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। তারা হলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিএনপি নেতা মজিবর রহমান লেবু, অমর কৃষ্ণ দাস, সেলিম ভূইয়া, ভিপি শামীম খান, মুন্সি জাহেদ আলম, লিয়াকত আলী খান, মির্জা মোস্তফা জামান, তানভীর মাহমুদ পলাশ, রফিক সরকার, যুবদল নেতা মির্জা আব্দুল জব্বার বাবু, মুরাদুজ্জামান মুরাদ, মেনহাজুল আবেদিন মেন্না, গোলাম কিবরিয়া বরাত, তৌহিদুল আলম, স্বেচ্ছাসেবক নেতা আনোয়ার হোসেন রাজেশ ও বিএনপিকর্মী বেলাল হোসেন।

রোববার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন। বিএনপির আইনজীবী এস এম নাজমুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে শহরের ইসলামিয়া কলেজ মাঠে জেলা বিএনপি সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে যাওয়ার সময় আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়।

এ ঘটনায় পুলিশ ও আ’লীগের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় ৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলার আসামিরা হাইকোর্টের আগাম জামিনে ছিল। এ জামিনের মেয়াদ শেষ হওয়ার পর রোববার তারা ওই আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিজ্ঞ আদালত ৫টি মামলায় জামিন দিলেও একটি মামলায় জামিন
না দিয়ে ওই ১৭ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

শেয়ার