Top
সর্বশেষ

মাটি কাটা নিয়ে সংঘর্ষে শ্রমিক নিহত

১৪ মার্চ, ২০২২ ৭:০৩ অপরাহ্ণ
মাটি কাটা নিয়ে সংঘর্ষে শ্রমিক নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার একটি রাস্তার মাটি কাটা নিয়ে সংঘর্ষের ঘটনায় শ্রমিক আলী সেখ (৪২) নিহত হয়েছে। সে ওই উপজেলার গয়হাট্টা কালিশিং বাড়ি গ্রামের মৃত শাহালমের ছেলে।

এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৫ জন। উল্লাপাড়া মডেল থানার ওসি হুমায়ন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকালে ওই উপজেলার পশ্চিম কৃষ্ণপুর রাস্তার মাটি কাটছিল শ্রমিকরা। দুপুরের দিকে জমির মালিক ডোলা ও শরিফুল গংরা এ মাটিকাটা বাঁধা দেয়। এ নিয়ে একপর্যায়ে শ্রমিকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে ওই শ্রমিক মারা যায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং বিকেলে তার লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

শেয়ার