Top
সর্বশেষ

দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রাম বিক্ষোভ

১৪ মার্চ, ২০২২ ৮:১৫ অপরাহ্ণ
দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রাম বিক্ষোভ
কুড়িগ্রাম প্রতিনিধি :

চাল,ডাল,তেল,গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী মহিলা দল বিক্ষোভ ও সমাবেশ করেছে।

সোমবার বিকেলে কুড়িগ্রাম বাজার থেকে মিছিলটি বের হয়ে শিল্পকলা একাডেমীর সামনে বিক্ষোভ সমাবেশ করে। জেলা মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, সিনিয়র সহ-সভানেত্রী অধ্যাপিকা নাজমুন নাহার বিউটি, সহ-সভানেত্রী তহমিনা, স্মৃতি ফারুক,যুগ্ম সম্পাদক উম্মে সালমা ইসলাম লাভলী, রোকসানা পারভীন রিক্তা প্রমূখ।

বক্তারা বলেন, এই আওয়ামী সরকারের কাছে জনগণ নিরাপদ নয়। এই সরকারকে অবিলম্বে উৎখাত করার আন্দোলনে সকল দেশপ্রেমিক নাগরিকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

শেয়ার