Top
সর্বশেষ

চুয়াডাঙ্গায় অভ্যন্তরীণ কোন্দল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ

১৪ মার্চ, ২০২২ ৯:০৪ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় অভ্যন্তরীণ কোন্দল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাছেরদাড়ি গ্রামে মসজিদের ঈমামের টাকা তোলা নিয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ১২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের নেয়া হয়।

জানা গেছে কয়েক মাস আগে মসজিদের টাকা তোলা নিয়ে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়, এর জের ধরে অপরপক্ষ হাতে মসজিদ কমিটির ক্যাশিয়ার মোঃ আশেক আলীর মধ্যে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি হয় তারই জের ধরে আজ সোমবার বিকাল 6 টার সময় চুয়াডাঙ্গা জেলা সদরের মোড় জামে মসজিদের সামনে পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হয় , পরে তাৎক্ষণিক আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানেও সংঘর্ষ বাধে পুলিশের সামনে, পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ ও সদর থানা পুলিশ বলছে উভয়পক্ষের ১২ জন আহত হয়েছে এবং উভয় পক্ষের ৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শেয়ার