Top
সর্বশেষ

বেগমগঞ্জের চৌরাস্তায় বাস চাপায় পথচারী নিহত

১৫ মার্চ, ২০২২ ২:৫৫ অপরাহ্ণ
বেগমগঞ্জের চৌরাস্তায় বাস চাপায় পথচারী নিহত
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর মাইজদী-চৌমুহনী ফোরলেন সড়কের কন্টাক্টর পোল এলাকার জয়নাল আবেদিন মেমোরিয়াল স্কুলের সামনে ঢাকা থেকে সোনাপুরগামী হিমাচল পরিবহনের বাস চাপায় সাফিয়া (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি দ্রুতবেগে চলে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নি।

জানা যায়, ঢাকা থেকে সোনাপুরগামী হিমাচল পরিবহনের একটি বাস দ্রুতগতিতে চৌরাস্তা পার হয়ে সোনাপুর যাচ্ছিল। এসময় সাফিয়া নামে ওই পথচারী রাস্থা পার হওয়ার সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি পথচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে বেগমগঞ্জ থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে এবং হাইওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার