ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় লক্ষ্মীপুরে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের সদর উপজেলার কনফারেন্স হল রুমে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিভিন্ন উপজেলার জেলে, মৎস্য অফিসের কর্মকর্তাগণসহ বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এই কর্মশালা হয়।
কর্মশালার আলোচনা সভায় সভাপতিত্বে প্রধান অতিরিক্ত জেলা প্রশাসাক রাজস্ব সাজিয়া পারভীনের । এছাড়া অতিধি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক মৎস্য অধিদপ্তর মোঃ আবদুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা।
এসময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সদর অমিত রায়, লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর উপজেলা মৎস্য অফিসার সারোয়ারজ্জামান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী- পরিচালক সামছুল আলম,রামগতি উপজেলার চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, কমলনগর উপজেলার চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী, আওয়ামী মৎস্যজীবী লীগের লক্ষ্মীপুর জেলার সভাপতি রেজাউল হক মাঝি, চররমনী মোহন ইউনিয়নের চেয়ারম্যান আবু ইউসুফ সৈয়ালসহ প্রমুখ।